আল্লাহর দ্বীনকে প্রতিস্ঠার জন্য...আমাদের জেসমিন আপা।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৪:০৮ রাত
আজ অফিস থেকে একটু দেরিতে বের হলাম । প্রচন্ড খিদাও লাগছে তাই একটা ফাস্টফুডের দোকানে ঢুকলাম কিছু খাবার জন্য। ঢুকে কেক নিলাম এমন সময় একবোন তার ব্যাগ থেকে একটা বই ও কিছু ফটোকপি করা কাগজ দিলো। ভাবলাম কি যে দিলো? একটু এদিক ওদিক করে বই আর কাগজ গুলো দেখলাম। পরে ভাবলাম বাসায় গিয়ে দেখবো কি বিষয়ে লেখা্।
বাসায় আসলাম এসে বই গুলো হাতে নিয়ে পড়তে বসলাম।
দেখে ও পড়ে তো আমি অবাক। বইটাতে শুধু কোরআনের আয়াতের বিভিন্ন দোয়া এবং ফটোকপি কাগজ গুলোতে বিভিন্ন দোয়া সহিহ হাদীস থেকে উদ্ধৃতি দেয়া খুবই সুন্দর একটা গিফট দেখে সত্যি আমি দারুন আনন্দিত।
আল্লাহ আমাদের সেই বোনকে জাজায়েখায়ের দান করুন। জান্নাত দিন। জাহান্নাম থেকে রক্ষা করুন।
তিনি মৃত্যুর আগেই ইলমের যে প্রচার করে যাচ্ছেন তা তার কিয়ামতের আগ পর্যন্ত আমলনামায় লিখা হবে ইনশাআল্লাহ।
তাই এখন ভাবছি আমরা কি রেখে যাচ্ছি????
তাই আসুন আমরাও কিছু ইলম দিয়ে যাই মানুষের মাঝে যা আমাদের আমলনামায় নেকি যোগ করতে সাহয্য করবে।
বোনকে তার নাম জিজ্ঞাসা করার সময় পাই নাই। মোবাইল নাম্বার চেয়ে ছিলাম দেয় নাই। বেশি কথা বলা হয় নাই। তার নামটা তার বই থেকে লিখলাম। আল্লাহ তাকে উত্তম প্রতিদান জান্নাত দিন আমিন।
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন