সহজ সমাধান...যা সবাই গ্রহন করে Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৮:১২ দুপুর



বল্টু: আরে ভাই! আপনি নামাজে রাফূ ইয়াদাইন করলেন, উচ্চস্বরে আমিন বললেন তার মানে আপনি প্রত্যেক রাকাআতেই সূরা ফাতিহাও পড়েন?

কেল্টু: হ্যাঁ ভাই, আমি তো সূরা ফাতিহা পড়ি।

বল্টু: তা হলেতো আপনি পুরা পথভ্রষ্ট 'আহলে হাদিস', 'লা মাযহাবী', 'ওয়াবী'।

কেল্টু: ধুর ভাই, কিযে বলেন, আমিতো শাফেয়ী মাযহাবের অনুসারী।

বল্টু: ও... তাহলে ঠিক আছে।

সংগ্রহ এখান থেকে

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181820
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
বিন হারুন লিখেছেন : বল্টু: আরে ভাই! আপনি নামাজে রাফূ ইয়াদাইন করলেন না, উচ্চস্বরে আমিন বললেন না, তার মানে আপনি প্রত্যেক রাকাআতেই সূরা ফাতিহা পড়েন না?

কেল্টু: হ্যাঁ ভাই, আমি তো ইমামের সাথে ইক্তেদা করলে সূরা ফাতিহা পড়ি না।

বল্টু: তা হলেতো আপনি পুরা পথভ্রষ্ট ,'ওয়াবী'।

কেল্টু: ধুর ভাই, কিযে বলেন, আমিতো হানাফি মাযহাবের অনুসারী।

বল্টু: ও... তাহলে ঠিক আছে।
এমন হলে কেমন হয়? Happy
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৯
134429
ইমরান ভাই লিখেছেন : পুরা পথভ্রষ্ট ,'ওয়াবী' রা আবার কবে এই কাজ করা ছেড়ে দিল?

তহলে, হানাফিরা পুরা পথভ্রষ্ট,ওহাবী?Thinking
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
134433
বিন হারুন লিখেছেন : যারা ইমামদের অনুস্মরণ করে তাঁরা কোন ইমামকে গালি দেয় না, নব্য ফেরকাধারীরাই সকল ইমামদের এবং ইমামদের অনুস্মরণকারীদের বিভ্রান্ত করতে চেষ্টা করে. যা শয়তানের নেক সুরতের ধোকার মতই.
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
134436
ইমরান ভাই লিখেছেন : কথা গুলো আপনি বলেছেন আমি বলিনি।
তাই বলার আগে চিন্তা করুন কি বলবেন।
আপনাকে ধন্যবাদ। Happy
181853
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
মদীনার আলো লিখেছেন : বল্টু:দাঁড়িয়ে পেশাব করছিস কেন
কেল্টু:সহি বুখারিতে আছে যে সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ৪ :: হাদিস ২২৪
আদম (র) ........... হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কওমের আবর্জনা ফেলার স্থানে এলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। তারপর পানি চাইলেন। আমি তাঁকে পানি নিয়ে দিলাম। তিনি উযূ করলেন। তাই
বল্টু:সব ইমাম একমত বসে পেশাব করতে হবে
কেল্টু:ইমামরা সহি হাদিস জানত না বলেই এই মত দিয়েছেন
উজু অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ৪ :: হাদিস ২২৫

‘উসমান ইব্ন আবূ শায়বা (র) ............ হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার স্মরণ আছে যে, একবার আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাথে চলছিলাম। তিনি দেয়ালের পেছনে মহল্লার একটি আবর্জনা ফেলার জায়গায় এলেন। তারপর তোমাদের কেউ যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে তিনি পেশাব করলেন। এ সময় আমি তাঁর কাছ থেকে সরে যাচ্ছিলাম কিন্তু তিনি আমাকে ইশারা করলেন। আমি এসে তাঁর পেশাব করা শেষ না হওয়া পর্যন্ত তাঁর পিছনে দাঁড়িয়ে থাকলাম।
বল্টু: অন্য হাদিসের কিতাবে বসে করার কথা রয়েছে
কেল্টু:অন্য হাদিসের কিতাবে থাকলেও তা বুখারিতে নেই এবং বুখারির মত সহিও নয় আর আমি কোন মাযহাব মানি না আমি আহলে সহি হাদিস
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
134447
ইমরান ভাই লিখেছেন : হাসালেন, এই রখম জ্ঞান নিয়ে চলেন কিভাবে??
181865
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৩
134448
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম।
181926
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : যাযাকাল্লাহ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
134454
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ আপনাকে। Happy
181984
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৬
ডাহুকী লিখেছেন : আমার মতে সুরা ফাতিহা পড়াই উত্তম। রেফারেন্স: মুসলিম-৭৭৪ বাংলাদেশ ইসলামিক সেন্টার
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
134499
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ...Love Struck
182112
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৭
মুমতাহিনা তাজরি লিখেছেন : যাজাকাল্লাহ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
134609
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম। ধন্যবাদ আপনাকে।
182344
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : কি এসব ?
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৩
134860
ইমরান ভাই লিখেছেন : কোনসব?Thinking
182535
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : দোয়াল্লিন আর যোয়াল্লিন প্রতিষ্ঠার সহজ আন্দোলন থাকতে ফরজ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে লাঞ্চিত হবো কেন!
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
134956
ইমরান ভাই লিখেছেন : Thinking Thinking Thinking Thinking
গুরু গম্ভির বাক্য একটু বুঝায়া বলেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File