সহজ সমাধান...যা সবাই গ্রহন করে
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৮:১২ দুপুর
বল্টু: আরে ভাই! আপনি নামাজে রাফূ ইয়াদাইন করলেন, উচ্চস্বরে আমিন বললেন তার মানে আপনি প্রত্যেক রাকাআতেই সূরা ফাতিহাও পড়েন?
কেল্টু: হ্যাঁ ভাই, আমি তো সূরা ফাতিহা পড়ি।
বল্টু: তা হলেতো আপনি পুরা পথভ্রষ্ট 'আহলে হাদিস', 'লা মাযহাবী', 'ওয়াবী'।
কেল্টু: ধুর ভাই, কিযে বলেন, আমিতো শাফেয়ী মাযহাবের অনুসারী।
বল্টু: ও... তাহলে ঠিক আছে।
সংগ্রহ এখান থেকে
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেল্টু: হ্যাঁ ভাই, আমি তো ইমামের সাথে ইক্তেদা করলে সূরা ফাতিহা পড়ি না।
বল্টু: তা হলেতো আপনি পুরা পথভ্রষ্ট ,'ওয়াবী'।
কেল্টু: ধুর ভাই, কিযে বলেন, আমিতো হানাফি মাযহাবের অনুসারী।
বল্টু: ও... তাহলে ঠিক আছে।
এমন হলে কেমন হয়?
তহলে, হানাফিরা পুরা পথভ্রষ্ট,ওহাবী?
তাই বলার আগে চিন্তা করুন কি বলবেন।
আপনাকে ধন্যবাদ।
কেল্টু:সহি বুখারিতে আছে যে সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ৪ :: হাদিস ২২৪
আদম (র) ........... হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কওমের আবর্জনা ফেলার স্থানে এলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। তারপর পানি চাইলেন। আমি তাঁকে পানি নিয়ে দিলাম। তিনি উযূ করলেন। তাই
বল্টু:সব ইমাম একমত বসে পেশাব করতে হবে
কেল্টু:ইমামরা সহি হাদিস জানত না বলেই এই মত দিয়েছেন
উজু অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ৪ :: হাদিস ২২৫
‘উসমান ইব্ন আবূ শায়বা (র) ............ হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার স্মরণ আছে যে, একবার আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাথে চলছিলাম। তিনি দেয়ালের পেছনে মহল্লার একটি আবর্জনা ফেলার জায়গায় এলেন। তারপর তোমাদের কেউ যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে তিনি পেশাব করলেন। এ সময় আমি তাঁর কাছ থেকে সরে যাচ্ছিলাম কিন্তু তিনি আমাকে ইশারা করলেন। আমি এসে তাঁর পেশাব করা শেষ না হওয়া পর্যন্ত তাঁর পিছনে দাঁড়িয়ে থাকলাম।
বল্টু: অন্য হাদিসের কিতাবে বসে করার কথা রয়েছে
কেল্টু:অন্য হাদিসের কিতাবে থাকলেও তা বুখারিতে নেই এবং বুখারির মত সহিও নয় আর আমি কোন মাযহাব মানি না আমি আহলে সহি হাদিস
গুরু গম্ভির বাক্য একটু বুঝায়া বলেন ভাই।
মন্তব্য করতে লগইন করুন