আসুন সবাই মিলে একটু সাহয্যের হাত বাড়িয়ে দেই।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫৫:৪৪ বিকাল
আমরা জন্মসূত্রে মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেছি আমরা বুঝি না ইসলামের কি মূল্য তাই হয়তো অনুধাবন করতে পারি না।একবার ভেবে দেখুন একজন অমুসলিম যদি মুসলিম হতে চায় তাহলে তাকে কত বাধা,বিপত্তি পেরিয়ে তার পর ইসলাম গ্রহন করতে হয়।
বাবা,মা,পরিবার,নিজের গ্রাম,বউ,বাচ্চা সবাইকে অনেক সময় ছাড়তে হয় ইসলামের জন্য শুধু আল্লাহ ও তার রসুল (সা) এর ভালোবাসায়। কখনো কখনো নিঃশ্ব হয়ে যেতে হয়।
ইমামা বুখারী (র) তার সহিহতে একটি অধ্যায় নিয়ে এসেছেন ”খাদ্য খাওয়ানো ইসলামের অন্তভূক্ত” (২/৬)
আব্দুল্লাহ ইবনু আমর (রা) হতে বর্ণিত। জনৈক ব্যাক্তি আল্লাহর রসুল (সা) কে জিজ্ঞাসা করলো,ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি (সা) বললেন, তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দিবে।
(সহিহ আল বুখারী ১ম খন্ড হাদিস নং ১২)
আমাদের ইসলামের পথে আসা এক নতুন ভাই জনাব মো:আবু বক্কর (বতমান নাম) তিনি হিন্দু ছিলেন। ইসলামের দাওয়াত পেয়ে ইসলামকে জানা শুরু করেন আর তার পর ইসলামকে জীবনের পাথেয় হিসেবে গ্রহন করেন,আলহামদুলিল্লাহ। তার পরিবর্তে তার গ্রহন করতে হয় অনেক দুঃখকস্ট। পরিবার থেকে দুরে,মা কে মা বলে ডাকা হতে বঞ্চিত, গ্রাম ছাড়া, এমনকি তার পরিবার তাকে এমন ভাবে মেরেছে যে পা ভেঙ্গে হাসপাতারে থাকতে হয়েছে দীর্ঘ দিন। এখন হাটতেও সমস্যা।
বউ আর বাচ্চা নিয়ে ঢাকায় ভারা উঠেছেন। তার সাথে কথা হলো এশার সালাতের পরে। শুনলাম তার কথা। উপাজন করেতে পারছেন না শারিরিক সমস্যার কারনে। খেয়ে না খেয়ে কোনরখম দিনগুলো পার করছেন। ডিগ্রি পাশ করেছেন কিন্তু সাটিফিকেট গুলোও পুরিয়ে ফেলা হয়েছে।
সে চায় তার পুরিয়েফেলা সাটিফিকেট গুলো তুলতে যার মাধ্যমে সে নতুন করে একটি কর্ম সংস্থান যোগার করতে পারবে ইনশাআল্লাহ।
তাই আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব তার দিকে আমাদের দয়ার হাত বাড়িয়ে দেয়া ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর দয়ার হাত বাড়িয়ে দিবেন।
আপনারা যে যা পারেন যেভাবে পারেন তাকে সাহায্য করুন।
তার মোবাইল নাম্বার ০১৭৮৪১০৫৩৮০ এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলতে পারবেন। (তকে কিছু সাহায্য করতে চাইলে তার কাছ থেকে কোন বিকাশ নাম্বার নিয়ে সেখানে পাঠাতে পারেন)
কিছু দিতে না পারলেও মুসলিম হিসেবে ফোন করে একটু সাহস দিতে ভুলবেন না।
আল্লাহ আমাদের নেক নিয়তকে কবুল করুন। আমিন।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আন্য কিছু মাথায় আসেছে না। আপানার কোন সাজেশন থাকলে জানান প্লিজ।
তবে আল্লাহ ই উত্তম সাহায্য দান কারী।
যে ভাবে সম্ভব হয় সেভাবেই সাহায্য করুন।
প্লিজ আপনার ফেসবুকে একটু শেয়ার করেদিন।
জাজাকাল্লাহ...
প্লিজ আপনার ফেসবুকে একটু শেয়ার করেদিন।
আপনার ফেসবুকে একটু শেয়ার করে দিন।
মন্তব্য করতে লগইন করুন