দুআ’র ফজিলতঃ পর্ব ৩
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৯ জানুয়ারি, ২০১৪, ০২:১৬:৩৫ দুপুর
"আলহামদুলিল্লাহ"
সলাত ও সালাম আমাদের প্রিয় খলিলুল্লাহ্ (সা) এর উপর।
আমরা ধারাবাহিক ভাবে দুআ'র সকল বিষয় গুলি জেনে আসছি। প্রত্যেকের উচিত সদা সর্বদা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অন্তরের অন্তরস্থল থেকে দুআ' করা আর সেই লক্ষে আমাদের ধারাবাহিক পোস্ট......যারা পূর্বের পোস্ট ধারাবাহিক ভাবে পড়েন নাই তাদেরকে অনুরোধ করবো পড়ার জন্য।
দুআ’র ফজিলতঃ পর্ব ১
দুআ’র ফজিলতঃ পর্ব ২.১
দুআ’র ফজিলতঃ পর্ব ২.২
দুআ’র ফজিলতঃ পর্ব ২.৩
পূর্বের পোস্টে আমরা জেনেছি দুআ'র ক্ষেত্রে সীমালংঘন কি কি?
এই পর্বে আমরা জানবো কখন ও কোথায় দুআ কবুল হয়?।
পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা জনবো দুআ’ কবুল না হওয়ার কারণ কি?
আল্লাহ আমাদেরকে জানার ও সে অনুযায়ী আমল করার তাওফিক দিন আমিন।
নিম্ন লিখিত সময়, স্থান ও অবস্থায় দুআ কবুল করা হয় বলে হাদীস-সুত্রে জানতে পারা যায়ঃ-
১. শবেকদরের রাত্রিতে শেষ তৃতীয়াংশে
২. ফরাজ নামাজে সালাম ফিরানোর পূর্বে
৩. আজান ও ইকামতের মধ্যবর্তীকালে
৪. ইকামত হলে
৫. রাত্রে কোন এক মুহুর্তে
৬. ফরজ নামাজের সময় আজান দেবার সময়
৭. বৃষ্টি বর্ষণের সময়
৮. জিহাদের ময়দানে
৯. সত্য নিয়তে ও দৃঢ় প্রত্যয়ের সাথে জমজমের পানি পান করার সময়
১০. সিজদারত অবস্থায়
১১. রাত্রিকালে ঘুম থেকে জেগে ”লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু লাহুল মূলক ওয়ালাহুল হামদ ওয়াহুআ আলা কুল্লি সাইয়্যিন কাদির” বলার পরের দুআ
১২. আলহামদুলিল্লাহ ,সুবহানাল্লাহ, ওয়লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুআতা ইল্লাহ বিল্লাহ বলে দুআ করার সময়
১৩. ওযু করে ঘুমিয়ে রাত্রে জেগে দুআ করার সময়
১৪. ইসমে আযম দারা দুআ করার সময়
১৫. কারো মৃত্যুর পর
১৬. সালাতের শেষ তাশাহুদে আল্লাহর প্রশংসা করে নবী (সা) এর উপর দরুদ পড়ে দুআ করার সময়
১৭. কারো অনুপস্থিতিতে তার জন্য কেউ দুআ করার সময়
১৮. রমজান মাসে
১৯. আল্লাহকে স্বরণ (যিকির) করা হয় এমন মজলিসে
২০. বিপদে পড়ে ইন্নানিল্লাহি ....রাজিউন পড়ার সময়
২১. নির্মল ইখলাস ও আল্লাহর প্রতি হৃদয়ের মিনতির সময়
২২. অত্যাচারিত অত্যাচারির উপর বদ দুআ করলে
২৩. কাবা ঘড়ের ভিতরে, পিতা মাতা সন্তানের জন্য দুআ বা বদ দুআ করলে
২৪. মুসাফির দুআ করলে
২৫. রোজাদার দুআ করলে
২৬. আর্তপিড়িত ব্যাক্তি দুআ করলে
২৭. ন্যায় পরায়ন বাদশা দুআ করলে
২৮. সাফা ও মারওয়ার উপর
২৯. আরাফার দিনে আরাফার ময়দানে
৩০. হারামের নিকটে
৩১. মিনায় ছোট ও মধ্যম জামরায় পাথর মারার পর
৩২. ইস্তিফতাহে নিদৃস্ট দুআ পাঠ করলে
৩৩. সুরা ফাতিহা পাঠ করার সময় ও শেষে আমীন বলার সময়
৩৪. রুকু হতে মাথা তুলে।
(আদ দুআ মিনাল কিতাবি অস্ সুন্নাহ ১০-১৫ পৃঃ হতে সংগৃহীত)
চলবে........
বিষয়: বিবিধ
৫১৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
may allah allow us to make relation with him, give the quranic understanding.
মন্তব্য করতে লগইন করুন