দুআ’র ফজিলতঃ পর্ব ১
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৪ জানুয়ারি, ২০১৪, ১২:২৪:১১ দুপুর
"আলহামদুলিল্লাহীর রাব্বিল আলামিন”
আমরা সবাই আল্লাহ সুবহানাহু তাআলার মুখাপেক্ষী, তিনিই একমাত্র আমাদের থেকে অমুখাপেক্ষী। তাই তার নিকট সদা সর্বদা আমাদেরকে চাইতে হবে। আসমান জমিনের সকল কিছু তার করুনায় রয়েছে। তিনিই আমাদের মহান প্রতিপালক যার প্রশংসা গুনে গুনে শেষ হবার নয়।তাই আমাদেরকে জানতে হবে,........
দুআ’র ফজিলত কি?
আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চইবো?
দুআ’র মাঝেও কি সীমালংঘন আছে?
কখন কোথায় দুআ’ কবুল হয়?
দুআ’ কবুল না হওয়ার কারণ কি?
দুআ’ কবুলের কারণ কি?
শুদ্ধ দুআ’ কি?
এসব বিষয়ে বিস্তারিত ধারাবাহিক পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।আশাকরি সাথেই থাকবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাই এই ধারাবাহিক আলোচনা স¤পূর্ণ করার, আমিন।
দুআর ফজিলত কি?
আল্লাহ সুবহানাহু তাআলা বলেন,
“তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাক(আমার নিকট দুআ’ করো) আমি তোমাদের ডাকে সাড়া দেব (আমি তোমাদের দুআ’ কবুল করব) । যারা অহংকারে আমার ইবাদতে (আমার কাছে দুআ করা হতে) বিমুখ, ওরা লাঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।
(সুরা গাফের/৬০)
তিনি আরোও বলেন,
”আর আমার বান্দাগণ যখন আমার সম্মন্ধ্যে তোমাকে প্রশ্ন করে (তখন তুমি বল) আমিতো কাছেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা জানায়, তখন আমি তার প্রার্থনা কবুল করি।”
(সুরা বাকারা/১৮৬)
রসুল (সা) বলেন,
”দুআ’ তো ইবাদাত” (আবু দাউদ ২/৭৮, তিরমিজি ৫/২১১)
রসুল (সা) বলেন,
”নিশ্চই তোমাদের প্রভু লজ্জাশীল অনুগ্রহপরায়ণ, বান্দা যখন তার দিকে দুই হাত তোলে, তখন তা শূন্য ও নিরাশভাবে ফিরিয়ে দিতে বান্দা থেকে লজ্জা করেন।”
(আবু দাউদ ২/৭৮, তিরমিজি ৫/৫৫৭)
রসুল (সা) বলেন,
“যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার উপর ক্রধান্বিত হন।”
(তিরমিজি ৫/৪৫৬, ইবনু মাজাহ ২/১২৫৮)
দুআ’ অন্যান্ন ইবাদতের মত এক ইবাদত। যা আল্লাহরই জন্য নির্দিষ্ট। সুতরাং গায়রুল্লাহর নিকট দুআ’ ও প্রার্থনা করলে বা কিছু চাইলে অথবা গায়রুল্লাহকে ডাকলে তা অবশ্যই শির্ক হয়। তাই যাবতীয় দুআ’ ও প্রার্থনা কেবল আল্লাহরই নিকটে করতে হয় এবং যত কিছু চাওয়া কেবল তারই নিকট চাইতে হয়। সর্বপ্রকার, সর্বভাষী এবং একই সময় অসংখ্য ডাক কেবল তিনিই শুনতে ও বুঝতে পারেন এবং সর্বপ্রকার দান কেবল তিনিই করতে পারেন।
”ইয়য়া কানা’আবুদু ওয়া ইয়য়া কানাসতাঈন”
দুআ’র ফজিলতঃ পর্ব ২.১
দুআ’র ফজিলতঃ পর্ব ২.২
বিষয়: বিবিধ
৩৬২১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর সিরিয়াল নিয়ে আসার জন্য ধন্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সমান্য ইসরাইলের হাত থেকে জেরুজালেম উদ্ধার করতে পারে না................
দুআ' করার এই ধারাবাহিক আলোচনায় আপনাকে স্বাগতম।
শহীদ ভাইয়ের ব্লগ....................
বলা যায়না এখান থেকে আর একটা নতুন আমল যোগ হয়ে যেতে পারে আমাদের জীবনে।
তোমাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন