অনলাইনে বিভিন্ন সাইটের অশ্লীল ছবি ও এড থেকে বাঁচার উপায়
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৭ নভেম্বর, ২০১৩, ১০:৫৫:০০ সকাল
মহান আল্লাহ তা’আলা বলেন -
“হে নবী! মু’মিন পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে রাখে…….” (২৪ সূরা-নূর: আয়াত-৩০)
“ আর হে নবী! মু’মিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে…….” (২৪ সূরা-নূর: আয়াত-৩১)
Online-এ বিভিন্ন site-এ প্রবেশ করলে Ad-গুলো একরকম মাকরশার জালের মতই বিরক্ত করে। ইন্টারনেট ব্রাউজ করলেই বেশির ভাগ জনপ্রিয় কোনো না কোনো ওয়েবসাইটে অশ্লীল ছবি বা Ad আসবেই, যেমন – মিডিয়া ফায়ার।
যার কারণে আমাদের খুবই অসুবিধায় পড়তে হয় ইন্টারনেট ব্রাউজের ক্ষেত্রে। বিশেষ করে আমরা সচরাচর যে কোন ফাইল ডাউনলোড করতে “মিডিয়া ফায়ার” এ প্রবেশ করি। কিন্তু “মিডিয়া ফায়ার” এ অশ্লীল ছবি ও ad এর মেলা। এছাড়াও ফেইস বুকেও নানা ধরনের Ad আসে। Popular site Youtube-এ ভিডিও open করলে Ad চলে আসে। এতে করে যেমন অশ্লীল ছবি ও এড আসে তেমনি ডাটা ও বেশি টানে। ফলে যারা ছোট ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন তাদের নেট তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
এই অশ্লীল ছবি ও Ad থেকে রেহাই পাওয়া জন্য আজকের এই পোস্ট। ইন-শা-আ-ল্লাহ, এখন থেকে আর এই ধরনের ছবি দেখতে হবে না, আপনি চোখ খোলা রেখেই “মিডিয়া ফায়ার” থেকে ডাউনলোড করতে পারবেন ইচ্ছা মত। এই সুবিধাটি পাবেন Firefox, Google chrome, Opera ব্যবহারকারীরা। তাহলে চলুন ধাপে ধাপে পড়ে নিই কিভাবে বন্ধ করবো এই সকল অশ্লীল ছবি ও Ad.
প্রথমেই বলে দেই – এখানে শুধু Firefox, Google chrome ব্যবহারকারীদের জন্য নিয়ম দেওয়া হল।
ক) প্রথমে Firefox ব্যবহারকারীদের জন্য -
১. Firefox browser Open করুন। (Internet চালু রাখবেন) ।
২. http://addons.mozilla.org/ লিখে এন্টার চাপুন।
৩. ছবিতে দেখানো সার্চ বক্সে simple adblock লিখে এন্টার দিন। (simple adblock পাওয়া না গেলে Adblock, Adblock Plus, Adblock Edge, Adblock Lite যেকোন একটি লিখে এন্টার দিন)
৪. নিচের ছবিতে দেখানো simple adblock আসলে, এর ডান পাশে Add to Firefox এ ক্লিক করুন।
৫. ক্লিক করা পর উপরে বাম পাশে কোনায় একটি নোটিফিকেশন্স আসবে Allow এ ক্লিক করুন।
৬. এরপর নিচের ছবির মত আসবে। install এ ক্লিক করুন।
৭. install শেষে ব্রাউজার Restart চাবে। Restart এ ক্লিক করুন। ৫ থেকে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। আর যদি Restart না চায় তাহলে ব্রাউজার বন্ধ করে আবার চালু করুন।
৮. ব্রাউজারের ডান পাশে কোনায় দেখবেন simple Adblock এর চিহ্ন দেখা যাচ্ছে। নিচের ছবিতে দেখানো হলো। এবার যেকোন সাইটে প্রবেশ করুন নির্দিধায় কোন অশ্লীল ad আসবে না। media fire এ ডাউনলোড করুন কোন অশ্লীল ছবি ও Ad ছাড়া।
খ) Google Chrome ব্যবহারকারীদের জন্য -
১. প্রথমে Google Chrome Open করুন। (Internet চালু রাখবেন) ।
২. ছবিতে দেখানো চিহ্নে ক্লিক করুন। Settings এ ক্লিক করুন। এরপর বামপাশে Extensions এ ক্লিক করুন। Get more extensions এ ক্লিক করুন।
৩. এরপর নিচের ছবিতে দেখানো সার্চ বক্সে simple adblock extensions লিখে এন্টার চাপুন। (simple adblock extensions পাওয়া না গেলে Adblock, Adblock Plus, Adblock Edge, Adblock Lite extensions যেকোন একটি লিখে এন্টার দিন)
৪. এরপর নিচের ছবির মত আসবে। ছবিতে দেখানো অংশ Simple Adblock এর ডানপাশে + FREE তে ক্লিক করুন।
৫. নিচের ছবির মত আসবে। Add এ ক্লিক করুন। এরপর নিজে নিজে ইন্সটল হয়ে যাবে।
৬. Google Chrome বন্ধ করে আবার চালু করুন। ব্রাউজারের ডান পাশে কোনায় দেখবেন simple Adblock এর চিহ্ন দেখা যাচ্ছে। নিচের ছবিতে দেখানো হলো। এবার যেকোন সাইটে প্রবেশ করুন নির্দিধায় কোন অশ্লীল আসবে না। media fire এ ডাউনলোড করুন কোন অশ্লীল ছবি ও Add ছাড়া।
গ) যারা Opera ব্যবহার করেন তারা Add-ons এ গিয়ে simple adblock সার্চ দিয়ে ইন্সটল করুন। এরপর ব্রাউজার বন্ধ করে চালু করুন, তাহলেই হয়ে যাবে।
simple adblock ইন্সটলের আগে ও পরে Media Fire ও Facebook এর দু’টি ছবি দেখুন নিচে।
সবার উপকার হবে ভেবে পোস্ট করলাম। Click this link
একস্ট্রা একটা ছবি দিলাম আপনাদেরকে দেখানোর জন্য
আশাকরি ভালো লাগবে,
বিষয়: বিবিধ
২৮৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন