না তাস্তি প্রাতিমা আস্তি (যযুরবেদ ৩২/৩)
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৮ অক্টোবর, ২০১৩, ০২:৩০:৪৪ দুপুর
সব ধর্মের প্রধান ধর্ম গ্রন্থে কি আল্লাহর পরিচয় আছে??? এটা কি সম্ভব??
আসুন জানি এই কথার উত্তর কি?
প্রত্যেক ধর্মের ধর্ম গ্রন্থেই আল্লাহর পরিচয় দেয়া আছে তিনি এক ও অদ্বীতিয় তার কোন সরিক নাই তার কোনো সন্তান নাই তার সমকক্ষ কেউ নাই।
যেমন ইসলাম ধর্মের প্রধান কথাই হলো সুরা ইখলাস....
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1
বলুন, তিনি আল্লাহ, এক,
Say (O Muhammad (Peace be upon him)): ”He is Allâh, (the) One.
اللَّهُ الصَّمَدُ (2
আল্লাহ অমুখাপেক্ষী,
Allâh-us-Samad. (The Self-Sufficient Master, Whom all creatures need, He neither eats nor drinks).
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
”He begets not, nor was He begotten;
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (4
এবং তার সমতুল্য কেউ নেই।
”And there is none co-equal or comparable unto Him.”
তেমনি হিন্দু ধর্মের ধর্ম গ্রন্থের মধ্যেও আল্লাহর পরিচয় দেয়া আছে যেমন:
হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে বলা হয়েছেঃ
"ইকাম ব্রাহাম, দেবিতিয়া নাস্তে নেহ্ না নাস্তে কিনচ্যান" (সূত্রঃ ব্রক্ষ্মা সূত্র)
ভাবানুবাদঃ "ঈশ্বর এক- অদ্বিতীয়, তিনি ছাড়া কিছুই নেই, তিনি ছাড়া কিছুই নেই, আদৌ কিছুই নেই।"
বেদে বলা আছে,
না তাস্তি প্রাতিমা আস্তি (যযুরবেদ ৩২/৩) অর্থ: সৃস্টিকর্তার কোনো প্রতিমা/পুতুল/ছবি নাই
বাইবেলে মার্কের গসপেলে বলা আছে,
সামা ইজরাইলো আদানাই ইলা হাইনো আদনা ইকহাদ (মার্ক: ১২/২৯) অর্থ: হে ইসরাইল বাসী সোনো, প্রভু আমাদের ইশ্বর এক ইশ্বর
তাই সকলের উচিত নিজের ধর্মের ধর্মগ্রন্থ গুলো মনোযোগের সহিত পড়া এবং এক সৃস্টি কর্তাকে অনুধাবন করা।
তাইতো কোরআনে আল্লাহ বলেছেন:
বলুনঃ ‘হে আহলে-কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস-যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান-যে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, ‘সাক্ষী থাক আমরা তো মুসলিম (আল্লাহর নিকট আত্ব সমর্পন কারী)।
আপনাদের জানার জন্য, বিভিন্ন ধর্মের উপর রিসার্স করা একটি সুন্দর বই আপনাদেকে দিলাম আশা করি আপনারা বইটি পড়বেন ও এক আল্লাহকেই উপাসনা করবেন।
Unity Of GOD
আল্লাহ আমাদের রুদ্দ দার কলব/চক্ষু কে উনমুক্ত করুন তাকে চেনার,জানার,উপাসনা করার জন্য আমিন।
বিষয়: বিবিধ
২৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন