একগুচ্ছ মুক্তার জন্য
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৪ অক্টোবর, ২০১৩, ১১:৩০:৪৮ সকাল
আল্লাহর ভয়ে করে তারা হিজাব পালন,
মুসলিমা হয়ে মরতে চায় এটাই স্বপন।
সবথেকে বেশি ভালোবাসে আল্লাহ (সুব) ও তার রসুল (সা) কে
কোন দ্বীধা নেই মুসলিমা হয়ে মরতে।
জ্জান্নাত কিনে নেয় আল্লাহর সন্তুস্টি দারা,
আল্লাহ ও হয়ে যাবেন খুশি এ তাকওয়া দারা।
কোরআন দিয়ে গড়ে জীবন ও যৌবন,
ধয্য ধরতে তারা হিরক সমন।
তাকওয়ার বহিপ্রকাশ করে হিজাব দিয়ে,
আল্লাহর সন্তুস্টি বয়ে যায় তাদের উপর দিয়ে।
(উৎসর্গঃ আমার হিজাব পড়িহিতা সকল মুসলিমাদের কে)
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন