সত্যিই খুব হৃদয় বিদারক

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:১১:০৭ দুপুর

আজ ইউটিউবে ঘুরতে ঘুরতে একটি ভিডিও দেখলাম

নিজের কাছে খুবই খারাপ লাগল একজন মুসলিম হয়ে অপর মুসলিমের কস্ট দেখে ভিতরটা চিরে যাচ্ছিল।

আমি একটা হাদিসে পড়েছিলাম, হাদিসটি সহিহ আমার এই মুহুর্তে রেফারেন্স মনে নাই কারো মনে থাকলে জানাবেন। নচেত আমি পরে বেরকরে জানাবো।

হাদিসটি এরখম

“কোন মুসলিম যদি আল্লাহর নামে শপথ করে তাহলে তাকে তার সেই সপথের উপর ছেরে দেয়া উচিৎ, কেননা সে যদি মিথ্যা শপথ করে তাহলে তার জন্য আল্লাহই যথেস্ট”

ভিডিও লিংক

সত্যিই খুব হৃদয় বিদারক। তার কসম যদি সত্যি হয় তাহলে অবশ্যই আল্লাহ এর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।

আর তার কসম যদি সত্যি না হয় তাহলে তর জন্য আল্লাহই যথেস্ট।

তাই যারা তার বিরুদ্ধে লেগেছে তাদের সাবধান হওয়া উচিত।

সাধারন মুসলিম ‍হিসেবে এতটুকু বলতে পারি।

আপনাদের মতামত যানাবেন।

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File