নারীস্বাধীনতার প্রহসন

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ১৮ আগস্ট, ২০১৩, ১২:১৫:০৯ রাত

☼চার বছরে ১৩ হাজার ধর্ষন..!!!

কি আঁতকে উঠলেন নিশ্চয়..?

হ্যা এই অসম্ভবটিই সম্ভব হয়েছে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এই চার বছরে।

সম্প্রতি প্রকাশ পাওয়া বাংলাদেশ পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যান রিপোর্ট থেকে জানা গেছে এমন ভয়াবহ তথ্য।চলতি সরকারের চার বছরের শাষনামলে সারাদেশে ধর্ষণের শিকার হয়েছে মোট ১২৯৭১ জন।এ ছাড়াও বিভিন্ন সময় নারীনির্যাতনের শিকার হয়েছে ৬৭ হাজার ২২৯ জন।শুধু ঢাকা এলাকাতেই ধর্ষণের শিকার হয়েছে প্রায় এক হাজার জন।

উল্যেখ্য বেশিরভাগ যৌন হয়রানি ও ধর্ষণের ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতা কর্মীদের সংশ্লিষ্টটা দেখা গেছে এবং বেশিরভাগই দেখা গেছে তারা ক্ষমতাসীন দলের নেতা কর্মী।

এবার আসি আসল কথায়,

বিগত সব সরকারের আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে ধর্ষন ও নারী নির্যাতনের অপরাধ আশঙ্কাজনক ভাবে বেশি।আবার বর্তমান সরকারের আমলেই নারীবাদীরা সবচেয়ে বেশি সরব ও সক্রিয়।এবং সর্বক্ষেত্রেই নারীদের অধিকার বৃদ্ধি হয়েছে।সুশীলসমাজ বাধভাঙ্গাহারে নারীস্বাধীনতার শ্লোগান দিয়েই চলেছেন।

এতোকিছুর পরেও কেন নারীদের এতো অবমাননার খবর পেপার পত্রিকা খুললেই দেখা যায়..??

টিভিনিউজে চোখ রাখলেই উমুক জায়গায় ধর্ষন তমুক জায়গায় গৃহবধু হত্যা,কেন..?

এতো আন্দোলন এতো পদক্ষেপের পর তো নারীরা নিরাপত্তা লাভ করা উচিত ছিলো,উল্টা নারীরা এতো অনিরাপদ কেন..?

আসলে তিক্ত কথা এটাই যে নারীস্বাধীনতার আন্দোলন নারীদের কিছুই দেয়নি বরং অনেক কিছু কেড়ে নিয়েছে।নারীদের কে অধিকার দেওয়ার নাম করে পণ্য ও ভোগের বস্তুতে পরিনত করেছে।তাদের কে নিরাপত্তা ,সম্মান কিছুই দেয়নি।শুধু ঘর থেকে বাহিরে এনে ভোগের পাঁয়তারা করেছে মাত্র।

জানি তাদের আন্দোলনের এই লজ্জাজনক রেজাল্ট জানার পরেও তথাকথিত সুশীলরা নারীস্বাধীনতার বুলি আউড়াবেই, কারন তাদের আন্দোলন তো নারীর অধিকার আদায়ের আন্দোলন নয়,আসলে এটা নারীদেরকে নিজের অধিকারে আনার আন্দোলন।

]যাহ্ অনেক কথা বলে ফেললাম,আমি আবার নারী অবমাননা করে ফেললাম নাতো..??!!! Surprised

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File