আমার ক্ষোভ জাগে

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৪:৩৬ রাত

আমার ক্ষোভ জাগে,যখন ৩০ লক্ষ শহীদের রক্তে স্নান করা এই মায়ের শরীরে লোভীর নজর পড়তে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন স্বাধীনতার চেতনাকে ব্যবসার পূঁজি হতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন মিথ্যে চেতনার ফাঁদে সরল মানুষগুলোকে অচেতন হতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন জাতির শত্রুকে জাতির পিতা হতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন নাড়ীর টানে দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন রাজনীতিবিদদের দেশটাকে নিয়ে জুয়া খেলতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন মুসলমানের ভোটে অমুসলিমকে ক্ষমতায় জেতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন সীমান্তের প্রতিবেশির চোখে প্রভূ হওয়ার কালো স্বপ্ন দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন কাটাতারের বেড়ায় মানবতা কে ঝুলতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন মুসলমানদের দেশে অমুসলিমদের আধিপত্য দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন ওলি আউলিয়াদের পদচারণায় পবিত্র এই ভূমিকে নাস্তিকদের দ্বারা অপবিত্র হতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন নিঃসার্থ আলেম ওলামাকে নির্যাতিত হতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন স্বাধিকার আদায়ে আন্দোলনরত ভাইদের রক্তে পিচঢালা কালো পথকে লাল হতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন কোনো মায়ের সন্তানের দেহটা জমাট বাধা রক্তের মাঝে নিথর পড়ে থাকতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন আইনের ব্যানারে বেআইনি কাজ হতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন জনগণের ঘাম বিসর্জন দেওয়া টাকায় নেতাদের প্রমোদ ভ্রমনে যেতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন নিরপরাধ মানুষকে হাজতে পচতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন আপরাধীদেরকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন প্রতিবাদ করার অধিকারটাকে জেলখানায় বন্দী দেখি।

আমার ক্ষোভ জাগে,যখন স্বাধীন রাষ্ট্রে নিজেকে পরাধীনতার শিকলে শৃঙ্খলিত দেখি...

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File