মুক্তিযুদ্ধাদের কি ভাববো।
লিখেছেন লিখেছেন নাবীল ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৬:৪৪ রাত
জামাত নেতা কাদের মোল্লা একজন মুক্তিযুদ্ধা এবং আওয়ামি লীগের এস এম নুরুন নবির সাথে রনাঙ্গনে যুদ্ধ ও করেছেন।এবং ছাত্র জীবনে সে ছাত্র উনিয়নের সাথে জড়িত ছিলেন।
জামাতে যোগ দিয়েছেন যুদ্ধের অনেক পরে।
এই কথা নাকি মতিয়া আপা ও জানেন,যদি ও হাছিনা আপা জানেন না কারণ হাছিনা তো যুদ্ধে ছিলেন না।
একজন মুক্তিযুদ্ধার বিরুদ্ধে এই অপবাদ,তিনি নাকি যুদ্ধ কালিন সময়ে হত্যা ধর্ষণ অগ্নসংযোগ ইত্যাদি করেছেন,অবশ্য শাহরিয়ার কবিরের মত মুরগি চুরি করেন নাই,মনে হয় এই অপবাদ তার নাই।
যদি আবদুল কাদের মোল্লা মুক্তিযোদ্ধা হয়ে এই চরিত্র হয় তাহলে অন্যান্য মুক্তি যুদ্ধারা ও তাই একই কাম করেছে।
আমার প্রশ্ন বাংলাদেশের ভিবেক বান মানুষের কাছে তাহলে কি মুক্তিযুদ্ধারা সবাই ধর্ষক ছিলো।
শেখ হাছিনার বগলের তলে থাকলে রাজাকার মুক্তিযুদ্ধা, আর অন্য দল করলে মুক্তিযুদ্ধাও রাজাকার। এই রাজনীতি দেশকে সংগাতের দিকে ঠেলে দিবে। এই সংগাত থেকে কেউ রেহাই পাবেনা।
কাদের মোল্লার ভক্তরা তোমাদের কখনোই ছাড়বেনা।
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন