ক্ষমতার জন্য উম্মাদ কে।
লিখেছেন লিখেছেন নাবীল ০১ ডিসেম্বর, ২০১৩, ০২:১৪:২৪ রাত
বাংলাদেশে নির্বাচনে লড়াইয়ের জন্য নিবন্ধিত রাজনৈতিক দল ৪০ টি।
৪০ টি রাজনৈতিক দলের বিতরে মনে হয় ২৫ টি রাজনৈতিক দলই প্যাড় স্বর্বস্য।
৩০ টি দল তাদের জামানত ও উদ্দার করতে পারেনা।তাদের জনপ্রিয়তা তো নেই মানুষ দল গুলির নাম ও মনে হয় জানেনা।
প্রধান ৪টি দলের বিতরে জামাত কে সরকার চক্রান্ত করে নির্বাচনের বাহিরে নিয়ে রেখেছে।
আর থাকে ৩টি দল তার বিতরে এরশাদ হাছিনার বি টিম।
বাকি দল রইলো দুটি আওয়ামি লীগ ও বিএনপি।
এই দুইটি দলের বিতরে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য উম্মাদ,আর কেউ যাওয়ার জন্য।
আজকে প্রধানমন্ত্রী যুবলীগ নামক পোষ্য পুত্রের জনসভায় বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন বেগম জিয়া নাকি ক্ষমতায় যাওয়ার জন্য উম্মাদ হয়ে আছেন।
আমার প্রশ্ন দেশবাসির কাছে বেগম জিয়া ঊম্মাদ নাকি শেখ হাছিনা উম্মাদ ।যদি এই কথার উপর গণভোট হয় তাহলে শতে ৯০ ভাগ ভোট হাছিনার বিপক্ষে যাইবে।
এই শেখ হাছিনা গত টার্মে ক্ষমতায় থাকা কালিন আদালত বলেছিল তার রং হেড়েড ।তার মাথা খারাপ,মাথা খারাপ লোক তো উম্মাদই হয় বেশি পাগলা কুত্তার মত।
শেখ হাছিনা তো ক্ষমতায় টিকে থাকার জন্য উম্মাদ,তার যদি উম্মাদনা নাই থাকে তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য সে তত্বাবদায়ক সরকার বাতিল করলো কেন।শতকরা ৯০ জন মানুষ তত্বাবধায়ক সরকারের পক্ষে থাকার পর ও শেখ হাছিনার ক্ষমতার মোহ ক্ষমতার উম্মাদনার কারণে সব ভুলে গেছে।কে উম্মাদ তার বিবেচনা বোধ ভিবেক তার নাই ।ক্ষমতার মোহে শেখ হাছিনা অন্ধ হয়ে আবল তাবল বকছে।
ক্ষমতার জন্য কে বেশি উম্মাদ দেশ বাসি তা জানে ।যেই তত্বাবধায়কের জন্য হাছিনা গাড়ীতে আগুন দিয়ে মানুষ পুড়ে মেরেছে ক্ষমতার জন্য উম্মাদ হয়ে তত্বাবধায়ক বিধান বাতিল করেছে এখন সেই হাছিনা বলে খালেদা নাকি উম্মাদ ।
আজ জনসভায় শেখ হাছিনা বললেন,আন্দোলন করলে রাস্তায় নামার জন্য।আমি হাছিনার উদ্দেশ্যে বলতে চাই আপনি আপনার গুন্ড়া লীগ এবং পুলিশ লীগকে বিরত রাখুন।নিরিহ মানুষ হত্যা বন্ধ করুন।
ক্ষমতার জন্য আপনার এই উম্মাদনা দেশকে ধ্বংশের দার পান্থে নিয়ে যাবে।
সুতারাং নিজের উম্মাদনা আরেক জনের উপর চাপিয়ে দিয়ে খুব আনন্দ বোধ করেন তাইতো সেটা আরেক অজ্ঞতার লক্ষণ।
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন