লাউ আর কদুর মধ্যে পার্থক্য কি।

লিখেছেন লিখেছেন নাবীল ১৮ নভেম্বর, ২০১৩, ০২:১৩:০৯ রাত

অতি সম্প্রতি আমাদের দেশে লাউ আর কদুর পার্থক্য চলছে।

আমাদের বুদ্ধিমতি প্রধানমন্ত্রী মানুষ কে বুঝাতে চাচ্ছেন যে লাউ আর কদু দুইটা দুই জিনিস।

আমাদের এই বাংলাদেশের মানুষ ভাল ভাবেই জানে যে লাউ আর কদু এক।

আমাদের বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রীর থেকে অন্তত বয়সে ৩০ বছর বড় না হয় এমন মানুষের সংখ্যা ৩ কোটির উপরে হবে।

প্রধানমন্ত্রী নিজেকে নিজে বেশি বুদ্ধিমান মনে করে।আমাদের দেশে একটি কথা আছে না (অতি চালকের গলায় দড়ি)।

অতি চালাকের ভবিষ্যত কিন্তু ভাল না।

আসি লাউ, কদুর কথায়।

পদত্যাগ নাটকের পর নতুন নাটকে হাত দিয়েছেন।নতুন নাটকের মহরত হবে আজ বিকেল ৩ টায়।টিকেটের জন্য জয়ের সাথে জোগাজোগ করুন।

পদত্যাগ কৃত সেই লোকদের থেকে যার পদত্যাগ পত্র উনার বেনিটি ব্যাগে রেখেছিলেন তাদের কে দিয়ে মন্ত্রীর নতুন নাটক।

আওয়ামি লীগের এই সর্বদলীয় সরকারে তার মহাজটের সেই লোক রাই মন্ত্রী আছেন।

তাদের জোট কে দিয়েই আওয়ামি লীগের ভাষায় সর্বদলীয় সরকার বানানোর নাটক চলছে।

মনে হয় সর্বদলীয় এই রুপ টা হাছিনার নিজের । কারন সে ছাড়া তার দলের সবাই তত্বাবধায়কের পক্ষে কিন্তু তার একগুয়েমির কারনে তারা কিছু বলতে পারছেনা।

প্রধানমন্ত্রী সর্বদলীয় বলতে বুঝেন তার জোটের লোকদের নিয়ে সরকার গঠন।

মনে হয় উনি দেশ বাসিকে বুঝাতে চাচ্ছেন যে লাউ আর কদু দুইটা দুই জিনিস।কিন্তু দেশের মানুষ তার মত বেকুপ না তারা তার জন্মের আগে থেকেই জানে যে লাউ আর কদু একই জিনিস।সর্বদলীয় নাম করে জনগনকে আর কত ধোকা দিবে হাছিনা।

বিষয়: বিবিধ

৪২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File