কুটকোশলের দল । । ।

লিখেছেন লিখেছেন নাবীল ২৫ অক্টোবর, ২০১৩, ০৭:২০:০৪ সন্ধ্যা

রাজনৈতিক ছালে আওয়ামী লিগের ভুল।

রাজনৈতিক কুটকৌশলের দল আওয়ামি লীগ। অতি সুপ্রাচীন একটি দল। অবশ্য আগে নাম ছিল আওয়ামি মুসলিম লীগ সুকৌশলে মুসলিম শব্দটি বাদ দিয়ে স্যাকুলার গঠন তন্ত্র দিয়ে দল চালাচ্ছে ।আওয়ামি লীগের নেতৃত্যে দেশ স্বাধীন হওয়ার পরে দলটি ব্যাপক বাকশালি কায়দায় রুপ ধারন করে। শেখ মুজিব যে ধরনের প্রজ্ঞার পরিচয় দেওয়ার দরকার ছিলো তা তিনি পারেননি। সদ্য স্বধীন দেশ ছালানোর মত সে ধরনের যোগ্যতা তার ছিলোনা । না হয় তাকে এভাবে করুন মূত্য বরণ করতে হতোনা।তার অতি সেচ্ছাচারিতাই তাকে মূত্যুর দিকে ঠেলে দিলো।

তিনি দেশকে ধর্ম নিরপেক্ষ রাস্ট বানানোর মধ্য দিয়ে স্যাকুলারের বীজ বপণ করে দিয়েছেন।

তার দল মানুষকে দেখানোর জন্য ধর্ম নিয়ে রাজনীতি করে।

তারা ধর্মকে সুকৌশলে নির্বাচনের সময় ব্যবহার করে হাতে তছবিহ নিয়ে মাথায় পট্রি পরে মসজিদে হাদিয়া দিয়ে। এবার হাদিয়া ইমাম রা খাবেনা।

আবার ইসলামী রাজনৈতিক দল গুলুকে ধংসের পায়তারা করছে। তারা যত চক্রান্ত করুক বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি ধংস করতে পারবেনা।

তারই চেচ্টা হিসাবে জামায়াতে ইসলামির প্রথম কাতারের সকল নেতাকে ফালতু একটি মামলাতে ফাসির ব্যবস্থা করতেছে।

একটি কথা চিন্তা করুন জামাতের এই ১৫জন নেতাকে ফাসি দিলে দেশ শান্তি হয়ে যাবে । দেশে ইসলামের কথা বলার কি কেউ থাকবেনা।

এদেরকে এই ভাবে গ্রেফতারের ফলে উনাদের প্রতি বিশ্ব জনমত গড়ে উঠেছে,দিন দিন জনসমর্থন বাড়ছে।

আওয়ামী লিগ চিন্তা করছে উনাদের কে শেষ করে দিলেই শেষ রক্ষা তাইনা।

কতিপয় নাস্তিকের আস্পালনের কাছে কি আওয়ামী লিগ জ্ঞান বুদ্ধি বিক্রি করে ফেলেছে।

হাইব্রিড নেতাদের লাফালাফিতে জামাতের নেতাদের ফাসিতে জুলানোর ব্যবস্থা করলে ।

আবার কাকে ফাসি দিচ্ছে অরিজিনাল মুক্তিযোদ্ধাকে কাদের মোল্লাকে ।কাদের মোল্লার অপরাধ সে আওয়ামী লিগ না করে জামায়াত করছে।অবশ্য আওয়ামী লিগ করে ১০০ টা মেয়েকে নিয়ে পূর্তি করলেও তাকে ছেড়ে দিতাম,করেতো জামাত। যার কারণে তার রক্ষা নাই।সরকারী এটর্নি জেনারেল বললেন দোষ স্বীকার করে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে,সেতো অপরাধী না তাকে প্রাণ ভিক্ষা চাইতে হবে কেন ।তাকে তো অপরাধী বানাইছে আওয়ামী লিগের আদালত।।সে যদি আওয়ামী লিগের এস এম নুরুন নবীর সাথে রনাঙ্গনে যুদ্ধ করে ফাসি হয় তাহলে একই কায়দায় একই অপরাধে এস,এম,নুরুন নবীর ও তো ফাসি হওয়া উচিত।

তারপরে মুরগী সাপ্লাইয়ার শাহরিয়ার কবিরের কি হওয়া উচিত।

টাঙ্গাইলের ড়িসি সন্ত্রাসী মন্ত্রী ম,খার কি হওয়া উচিত।

আওয়ামী লিগকে বলছি তোমাদের ভবিষ্যতের কথা বুজি একটু ও চিন্তা করলেনা। আজিবন ক্ষমতায় তোমরা থাকবেনা জনগনে কাতারে তোমাদের আসতেই হবে।

এদের ফাসি দিলেই কি সব সমস্যার সমাধান।

আজীবনের জন্য বাংলাদেশে একটি সমস্যা জিইয়ে রেখে যাচ্ছে আওয়ামী লিগ।

এই কাজটা কয়জন লোক ভাল চোখে দেখছে তা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে । জামাতের জনপ্রিয়তা এত কমনা যদিও তারা নির্বাচনি মার ফ্যাচে হেরে জায়।

*অনেকেই বলে অবশ্য নাস্তিক এবং বাম পন্থি রামপন্থিরা জামাত শিবির নাকি সন্ত্রাসী সংগঠন। জামাত শিবির আক্রান্ত হলে ক্ষত জায়গায় হাত দেয় ইচ্ছা করে কাউকে আগে আক্রমন করেনা।আপনি আমার ঘরটা ভেঙ্গে নিয়ে যাবেন আপনাকে এমনিই ছেড়ে দেওয়া হবে।

জামাত শিবিরের শিক্ষা হচ্ছে আল্লার রাসুল এবং সাহাবায়ে কেরামের আদর্শ শেখ মুজিবের আদর্শ না।

জামাত শিবির রাস্টীয় সন্ত্রাসের স্বীকার।

হাইব্রিড় নেতা মাছ বেপারি হানিফ বললেন শিবিরের নতুন প্রজন্মকে আওয়ামী লিগে যোগ দিতে।

আমার প্রশ্ন তোমাদের এমন কি আদর্শ আছে যা দেখে শিবিরের ছেলেরা তোমার দলে যাবে।তোমাদের প্রতি আমার দাওয়াত রইলো শিবির জামাতের কর্ম পদ্ধতি অনুস্বরন করে ইসলামের পথে আসো।পরকালে নাজাতের পথে আসো । তোমাদের সেই পথ হচ্ছে জাহান্নামের পথ।

অবশেষে জামাতের সকল নেতা কর্মীর মুক্তি চাই।

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File