দৃস্টি আকর্ষণ

লিখেছেন লিখেছেন নাবীল ১২ অক্টোবর, ২০১৩, ০২:৫৪:৪৭ রাত

জনপ্রিয় বাংলা স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশন। ইতিমধ্যে এটি মানুষের মন জয় করেছে ।এই চ্যানেল টি রাত ১২ একটি সংবাদ পর্যালোচনা মুলক আজকের সংবাদ পত্র নামে নিউজ এন্ড় ভিউজ অনুস্টান টি খুবই জনপ্রিয় । ভালো ভালো সাংবাদিক জ্ঞানিরা বুদ্ধিজিবিরা অংশ গ্রহন করে।

কিন্তু এর উপস্থাপকের ভুমিকা হওয়ার কথা ছিলো দর্শক শ্রোতার মত সে বিভিন্ন প্রশ্ন ধরে দিবে সাংবাদিক বুদ্ধিজিবিরা আলোচনা করবে।

কিন্তু আজ ১২/১০/২০১৩ যে উপস্থাপক কে নিয়ে আমার কথা তার নাম হচ্ছে মর্তুজা আমার মনে হয় যেনো সে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে হতে পারে তার লেখা পড়া অনেক বেশি।

কিন্তু সে তার দুই হাত কে উলট পালট করে পেছিয়ে গুরিয়ে এমন ভাবে ভাব প্রকাশ করে যা দৃস্টি কটু হতে পারে তার এইটা বদঅব্যাস।

যাক আসল কথা হলো আজ উপস্থিত ছিলেন ড়ঃ পিয়াস করিম ও মাহমুদুর রহমান মান্না তারা আলোচক তাদের ভুমিকা নিয়ে আমার প্রশ্ন নাই ।তারা যেহেতু আলোচক তারা খোলামেলা আলোচনা করবে।

আমার প্রশ্ন এই মর্তুজার কাছে সে পুরাটা অনুস্ঠানে জামাত শিবির সন্ত্রাস করে এই জিকির টা করেছে । তুই উপস্থাপক তুই তোর মত থাকবি ।

তোর চোখে শুধু জামাত শিবিরের সন্ত্রাস দেখলি তাই না যারা নাস্তিক তারা শুধু জামাত শিবিরের দোষই দেখবি।ছাত্রলীগের গুন্ড়াদের দুই নম্বরি কাম তুই চোখে দেখছ না। আমাকে রাস্তায় খাড়াতে দিবেন না পিটাবেন আমি পিটালে সেইটা সন্ত্রাস । তুই যেমন কমিউনিষ্ট করতে পারবি আমি ইসলামি দল করলে তোদের ক্ষতি কি।

আমার সম্ভবত ধারণা ভুল হবেনা একদিন ফরহাদ মাজার এই একপেসে উপস্থাপনার করণে রেগে গিয়েছিলেন।

তোমরা যারা প্রোরাম উপস্থাপনা কর তোমাদের কে আরো মাধুর্য সীল হতে হবে । না হয় সময় মত রাস্তায় ঝাড়ু পিটা খাবে জনগন যদি চিনতে পারে রক্ষা নাই।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File