কত টাকার বিনিময়ে

লিখেছেন লিখেছেন নাবীল ০৭ অক্টোবর, ২০১৩, ০২:৪৩:১৩ রাত

নির্বাচন কমিশনার আবু হাফিজ।

আজকে উনার নতুন তথ্য এমপি পোস্ট লাভের নয় তাই এমপি থেকেও নির্বাচন করা যাবে তাইনা।

মনে হচ্ছে উনি তো হাছিনার উপদেস্ঠা তার কথা হুবহু হাছিনার সাথে মিলে যায়।

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পোস্ট।তাদের কথা হওয়ার ছিলো দল নিরপেক্ষ কিন্তু তারা দলীয় গন্ড়ির বাহিরে যেতে পারছেন না।

এই কমিশন গঠন করার জন্য কত কিছুই না করা হলো কিন্তু দেখা গেলো শেষ পর্যন্ত সেই আগের দাচের কমিশনের রুপরেখা।

তারা আরপিও সংশোধন করেছে কাদের সার্থ রক্ষা করার জন্য না বিশেষ কোন গোস্টিকে সহযোগিতা করার জন্য।

তারা কি পারবে নির্বাচন কালিন কারও প্রার্থিতা বাতিল করতে । না কোন দল দেখে বিভিন্ন অজুহাতে কারন দেখিয়ে প্রার্থিতা বাতিল করবে।

কোন কোন কমিশনারের কথা বার্তা আজিজ মার্কা অতীতে আজিজ কমিশন ও বলেছিল কেউ নির্বাচনে আসুক আর নাই আসুক নির্বাচন হবেই হবে। তখন সে বিরোধী তোপে টিকতে পারেনি।

এই কমিশনের ও একই অবস্থা তারা আওয়ামি লীগের তল্পী বাহক হিসাবে কাজ করছে । তাদের অধিনে তো ১৮ দলিয় জোট নির্বাচনে যাবেনা এইটা তো আগেই বলে দিয়েছে ।

আজকে আবার উনি ফতোয়া দিলেন যে স্ব -পদে থেকে ও নির্বাচন করা যাবে বুঝতে কস্ট হচ্ছে কত টাকার বিনিময়ে উনি এমপি দের কাছে বেচা গেলেন।

এই কথাটাতো ছিলো শেখ হাছিনার, না হাছিনা বলে দিয়েছে এতো দিন তো আমি বলেছি আমি বলতে বলতে কাহিল হয় গেছি এখন তোমরা একটু বলো ।

তোমাদের কে বলতে চাই অতীতের দিকে তাকাও শুধু রানিং মেটের কথা মত চললে দেশের জনগন এমন লাথি মারবে নাড়ি বুড়ি বাহির হয়ে যাবে টের পাবেনা।

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File