তৎপরতা দেখে লজ্জা পাই।

লিখেছেন লিখেছেন নাবীল ০২ অক্টোবর, ২০১৩, ০২:২৭:৩৬ রাত

বিএনপি একটি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ।যে দলটি বাংলাদেশের ক্ষমতায় ৩/৩ বার আরোহন করেছিল।তার জনপ্রিয়ার কারনে। যে দলটির প্রতিস্ঠাতা ছিলেন স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।তিনি বহু মতের লোক কে নিয়ে এই দলটি প্রতিস্ঠা করেন।বহু মতের লোক দিয়ে তখন জিয়াউর রহমান বিএনপি প্রতিস্ঠা করেছিলেন এই কারনে কি বর্তমান বিএনপির এই দশা। আজ এই দলটির বর্তমান রানিং এমপির বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট আদালত ফাসির রায় দিয়েছে।শুনে দুঃখ পেলাম এখন পর্যন্ত বিএনপির কোন জোরলো বক্তব্য শুনতে পাই নাই। তাহলে বিএনপি কি এতই দূর্বল যে একজন এমপির ফাসির রায় দিলো তাদের প্রতিবাদ করার শক্তি টুকু নেই। সঙ্গত কারনে চট্রলা বিএনপি হরতাল দিয়েছে লোক দেখানো ভাবে ।যেহেতু সালা উদ্দিন চট্রগ্রামেরই সন্তান মায়া তো লাগবেই। সালা উদ্দিনের জন্য তাদের কত মায়া এই লোক দেখানো মায়ায় মানুষের মন জয় করানো যাবেনা।সারা দেশে একদিন হরতাল করার হিম্মত বুঝি বিএনপির নাই।এই ভাবে একটি দল চলতে থাকলে একদিন নৌকার মত তলিয়ে যাবে ধানের চারা গজাবে না। না বিএনপি নেতারা মনে খুশি সালা উদ্দিনের বিচার হউক এই ভেবে।বিএনপি নেতাদের বলছি আপনারা বুলেন নাই এই সালা উদ্দিনের পিতা ছিলো অল পাকিস্তানের প্রধানমন্ত্রী।এবং এই সালাহ উদ্দিন কাদের চৌধুরী ৫ বারের এমপি।যাকে বীর চট্রলার জনগন বাঘ হিসাবেই জানে। কিন্তু আপনাদের (বিএনপির ) ভূমিকা দেখে খুবই লজ্জা লাগে।এই জন্য তো আওয়ামী লিগ বিএনপি কে বলে বিএনপির আন্দোলন করার মুরদ নাই।আসলে কি তাই ভাবতে অবাক লাগে। আশা রাখি বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।জনগনের মনের ভাষা বুঝতে পারবে।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File