ফক্সি বিচার
লিখেছেন লিখেছেন নাবীল ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩৯:৩৮ রাত
ফক্সি বিচারের কারনে আওয়ামী লিগকে যুগ যুগ কাদতে হবে।
জনাব,
কাদের মোল্লা সম্পর্কে পত্র পত্রিকা মিডিয়ায় যত টুকু তথ্য দেওয়া হয়েছে তাতে বুজা যাচ্ছে বিচার টি সম্পূর্ণ রাজনৈতিক।
(১)তিনি যদি শেখ মুজিবের নিয়োগ কৃত ৭২ শালে ইসলামী ফাউন্ড়েশনের ডিজি হন তখন শেখ মুজিব দেখেন নাই তিনি যুদ্ধ অপরাধী । শেখ মুজিবের চোখে ধরা পড়ে নাই তাহলে কি কারনে শেখ হাছিনার চোখে যুদ্ধ অপরাধী শুধু রাজনৈতিক কারনে তাইতো।
(২) তিনি যখন উদয়ন স্কুলের শিক্ষক ছিলেন তখনো বুজি কেউ চিনলেননা তিনি যুদ্ধ অপরাধী।
(৩) যখন বাংলাদেশ রাইফেল্স স্কুলের হেড় মাস্টার ছিলেন তখনো বুজি কেউ তাকে ছিনতোনা তিনি রাজাকার ছিলেন।
এমপি গোলাম মাওলা রনি তো বোমা ফাটালেন আওয়ামী লিগের কেন্দ্রীয় নেতা নুরুন নবীর সাথে রনাঙ্গনে যুদ্ধ করেছেন কাদের মোল্লা এর পরে ও সে যুদ্ধ অপরাধী।
এর পরে ও এই টা ন্যায় বিচারের নমুনা।
সব জাদুঘরি খেলা শুরু হলো হাছিনা ক্ষমতায় আসার পরে।
যখন নির্বাচনের জন্য জোট বেধে আন্দোলন করেছিলেন তখন নিজামী রা ছিলেন নাম্বার ওয়ান মুক্তিযুদ্ধা আর বিএনপির সাথে জোটের কারনে তাদের বিচার। তারা যুদ্ধঅপরাধী।
আওয়ামী লিগ বলছে এটা তাদের নির্বাচনি ওয়াদা জনগনের সাথে তাদের ওয়াদা এটা একটা বাওতাবাজি। কয়জন জনগনের এই বিচার নিয়ে মাথা ব্যাথা আছে। একনিস্ট হাম্বা দাম্বা ছাড়া।
আল্লামা সাঈদী বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । আওয়ামী বিচারপতিরা টাকার বিনিময়ে এই রায় গুলি দিচ্ছে । আপনি বা আমরা দেশবাসী কয়জন এই বিচারটা মেনে নিচ্ছে । তা নির্বাচনে টের পাইবে।
গনজাগরনের কিছু নাস্তিক আওয়ামি ঘরানার নাস্তিক রা ছাড়া কেউ এই রায়ে উল্লসিত না।
তবে এই বিচারের মাশুল আওয়ামি লীগকে আজিবন দিতে হবে।
এমন এক সময় আসবে ইনশাআল্লাহ আওয়ামী লিগের নাম মানুষ মুখে ও নিবেনা। কেউ ভুলে মুখে নিলে সাথে সাথে কুলি করে ফেলবে।
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন