আসছে চমক

লিখেছেন লিখেছেন নাবীল ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০২:১৬:১১ রাত

হাছিনা পুত্রের চমক।তার চমকের কথা শুনলে হাসি পায়।ছেলে মানুষি কথা। এমনিতে তো তার চেহারা দেখে রাস্তার ছেলে মেয়েরা হাসা হাসি করে।সে আবার কি চমক দেখাবে।যাক যার চেহারা আল্লাহ পাক যেমন বানিয়েছে এটা দেখার বিষয় না।মাস খানিক আগে তুমি বল্ল্যে তোমার কাছে তথ্য আছে আগামি তে তোমার মায়ের দল লীগ ক্ষমতায় আসবে । আমি তোমাকে (জয়) বলতে চাই বাবারে অযথা মন খারাপ করে লাভ নাই ঘুম ঠিক ভাবে যাইয়ো ঘুম নষ্ট করে লাভ নাই ।যতই চক্রান্ত কর যতই চমক দেখাও কোনো লাভ হবেনা। ক্ষমতার নাগাল তোমরা পাবেনা।দেখলে তো সু-দূর লন্ড়ন থেকে তোমাদের ডিম আর লাথ্থি মারা শুরু করেছে ।শুয়রের বাচ্ছার ভাগ্য ভাল এতো কিল গুসি খেয়েও বলতেছে গায়ে লাগে নাই।ইয্যতেলার ইয্যত তো লাথিতে যায়না।ভাগিনা জয় তুমি নাকি ইন্জিনিয়ার তই তোমার বুদ্ধিশুদ্ধি এতো কম কেনো।না তোমার মায়ের দিকে তাকিয়ে তারা তোমায় সার্টিপিকেট দিয়েছে।চমক না দেখিয়ে তুমি তোমার মাকে বুজাও তত্বাবদায়ক সরকার বিধান দিয়ে নির্বাচন দিতে তাতে তোমার মাও বাচবে দেশের মানুষ ও বাচবে। যেখানে দেশের ৮৫% লোক তত্বাবদায়কের পক্ষে সেখানে শুধু তোমার মায়ের একলা এক গুয়েমির কারণে দেশ রসাতলে যাচ্ছে।এমনিতে তোমার মায় আমাদের কে যে চমক দেখাচ্ছে এতে তো গরু ছাগল ওটোমেটিক গাভিন হয়ে যাচ্ছে।এবার তোমরা আর নাটক না করে সোজা হয়ে যাও।দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দাও।

বিষয়: বিবিধ

১৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File