ধর্ম নিয়ে রাজনীতি হাছিনা বনাম আলেম সমাজ
লিখেছেন লিখেছেন নাবীল ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩০:২১ রাত
ধর্ম নিয়ে রাজনীতি হাছিনা না আলেমরা।
আমাদের দেশে প্রায় শুনা যায় একটি কথা ধর্ম নিয়ে রাজনীতি । আমাদের দেশে বামপন্থী,রামপন্থী,দিল্লিপন্থী এমন কি নাস্তিক শিক্ষিত সমাজের মুখে সব সময় শুনা যায় ধর্ম নিয়ে রাজীতির কথা।
আমার প্রশ্ন ধর্ম নিয়ে রাজনীতি কারা করে।
আপনারা তো সব সময় জনসম্মুখে দেখেন সৃজনশীল ধর্মীয় পোশাক পরিধান করে কারা মানুষের সামনে আসে।
নির্বাচনের পূর্ব মুহুর্তে তারা পান্জাবি টুপি লাগিয়ে মসজিদের আগের কাতারে বসে।
কয়জন আলেমকে দেখাতে পারবেন স্বৃজন শীল পোশাক পরে মানুষের মন জয়ের জন্য।
আজ আমাদের বুবু বললেন,বরিশালের আইনজীবিদের অনুস্ঠানে উনার দিন শুরু হয় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত দিয়ে।
উনি বলেছেন সে নামাজ পড়ে তার হাতে ইসলাম নিরাপদ থাকবে না আর কার হাতে থাকবে।
আমি তার কথায় ধর্ম নিয়ে রাজনীতির গন্ধ পাই।
ধর্ম নিয়ে রাজনীতি আলেমরা করে নাকি হাছিনা করে।
*উনার হাতে যদি ইসলাম নিরাপদ হয় তাহলে টিভি মিডিয়া বন্ধ করে রাতের অন্ধকারে পুরা ঢাকা শহরের বাতি নিবিয়ে দিয়ে যারা ইসলামের কথা বলে এই সমস্ত নিরপরাধ গুমন্ত অবস্হায় হাজার হাজার আলেমদের কে কারা হত্যা করলো, তাদের অপরাধ বা কি ছিলো।
উনি এই হত্যা কান্ড়ের জন্য নির্দেশ দেন নাই ,উনি বুকে হাত দিয়ে বলতে পারবেন সে দিন আমার চোখ অন্ধ হয় গিয়ে ছিলো । আমি এসব জানিনা। উনি আর উনার ছেলা সামুন্ড়ুরা টিটকারি করে বলে আলেম রা নাকি গায়ে রং মেখে শুয়ে পড়ে ,জানোয়ারের কথা জানোয়ারের মতো।
*উনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে ব্লগার নাস্তিক কাফের যে রাজিব আমাদের নবী (সঃ) কে নিয়ে যে কটুক্তি করলো সে নাস্তিকে হত্যা করার পর উনি তার বাসায় গেলেন আর তাকে উপাধি দিলেন সে নাকি মুক্তি যুদ্ধ প্রজন্মের দ্বিতীয় শহীদ। তুই হাছিনা শহীদের অর্থ বুজছ।
তোমাকে দেশের মানুষ চিনে ফলেছে ।
একটি কথা আছেনা চোরে শুনেনা ধর্মের কাহিনী।তোমার সেই একই অবস্থা।
কোন আলেম তো মানুষের সামনে সকালে উঠে এইটা প্রচার করে বেড়ায় না যে আমি আজ ফজরের নামাজের পরে ১ পারা কোরআন তেলাওয়াত করেছি তোমরা আমাকে বিশ্বাস করো। আলেম দের ভয় হচ্ছে আল্লাকে মানুষকে দেখিয়ে ফায়দা হাছিল করা ইসলামের উদ্দেশ্য নয়।
বুবু মানুষের সামনে প্রচার করতে চায় উনি ভাল মানুষ । ধর্ম কে ব্যবহার করে কি ভাবে মানুষের মন জয় করা যায় সেইটা হাসিনার রাজনীতি।
ভোটের আগে মাথায় হিজাব হাতে তছবি অন্তরে তোমার শয়তানি এই ধর্ম ব্যবসা না।
শুধু দোষ আলেমদের । আলেমরা কিছু করলে বলে ধর্ম নিয়ে ব্যবসা।
আলেমদের ধর্ম নিয়ে রাজনীতি কৈ তাদের মুল স্পিট হচ্ছে আল্লার সন্তুস্টির মাধ্যমে পরকালের মুক্তি।
আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি রাজি করানোর জন্য আলেমরা দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে সেই টাকে যদি নাস্তিক রা রাজনীতি বলে রাজনীতি। আলেমদের এই রাজনীতি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত কে খুশির করার রাজনীতি,তার দ্বীনকে সমাজে বিজয়ী করার রাজনীতি ।এই দ্বীনকে প্রচারের জন্য তারা সৃজন সীল পোশাক বদল করেনা।তারা সব সময় একই আবরনে চলে লোক দেখানো তাদের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য আল্লার রেজামন্দি লাভ করা।তাদের দাওয়াতি কাজের নতুন নতুন শয়তানি বুদ্ধির দরকার হয়না।তাদের কাছে দাওয়াতের মুল মন্ত্র কোরআন এবং হাদিস রয়েছে।
কিন্তু হাছিনার শয়তানি বুদ্ধির শেষ নাই।জনগন আপনারা সতর্ক থাকুন আবার আসতেছে তার ধর্ম ব্যবসা।
তার ছেলারা যাতে মসজিদে ডুকে ভোট না চাইতে পারে আপনারা সেই সুযোগ দিবেন না তাদের।
বিষয়: বিবিধ
২২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন