Broken Heart Broken Heart বিবাহ করারই বা আর কী দরকার? Broken Heart Broken Heart বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আজকাল খুব ব্যস্ত যুব সৈন্যরা!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০১ জুন, ২০১৫, ০৬:০২:৩১ সন্ধ্যা

ছেলেরা যদি নিজেদের পায়ে দাঁড়িয়ে বিবাহ করতে চায় এই বাংলাদেশে,তবে অধিকাংশদেরকেই ৩০ এর উপরের কোঁঠায় গিয়ে বিবাহ করতে হয়| এর আগে বাংলাদেশে প্রায় অসম্ভব|এক্ষেত্রে আমি শিক্ষা ব্যবস্থাটাকেই দায়ী করবো| এমন একটা সেকেলে পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়, যে শিক্ষা নিয়ে তারা না পারে নিজ উদ্যোগে কিছু করতে আবার না পারে সহজে একটি চাকুরী নিতে| তাই ফলাফল সবদিকেই ভয়াবহ রকমের নেগেটিভ|

এই ঢাকার শহরের অধিকাংশ বাসাতে কত ঘটনা, দুর্ঘটনা প্রতিনিয়তই 'ঢাকা' থেকে যায়, তার হদিস নেই| কে রাখে কার খবর? অবিবাহিতদের কথা আর কী বলবো, সিংহভাগ রসাতলে যাচ্ছে দিনদিন| কিন্তু ঘরের খবর, যেমন স্বামীর খবর না রাখছে বউ, আবার বউ নিয়েও অতটা মাথা ঘামায় না স্বামী| সময়ে অসময়ে কে কোথায় যায়, কী করে, তার খবর রাখা তো দূরের কথা,অনেকে জানতেও চায়না কখনো| এরফলে এমনসব অনৈতিক অপকর্ম অহরহ ঘটছে, যা অনেকটা ওপেন সিকরেট এর মত|

আজকাল চেটিং ডেটিং এবং ফিটিং এমন সস্তা ধরনের শিল্প হয়েছে যে, রিকশাওয়ালারা পর্যন্ত এ শিল্প চর্চায় অনেকটা সময় ব্যয় করে| বাকিদের কথা বুঝে নিলেই ভাল| বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত যুব সৈন্যরা যেন যুদ্ধ করছে নেতার স্বপ্ন পূরণে| তাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো, এটা নেতার ক'নম্বর স্বপ্ন ছিল?

_সাজিদ আল সাহাফ

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323881
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। এত লেখা লেখকের মনে কেমনে আসে ঠিক ভাবে বুঝতে পারছিনা।



লেখার শেষে আপনার নাম লেখার প্রয়োজনীয়তা তরজমা করে বলুন! প্লিজ।
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
265345
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আসলে ফেসবুকে লেখার এই অভ্যাসটি এখানেও অবচেতন মনে চলে এসেছে! এছাড়া আর কিছু নয়!
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
265350
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আমার দেখা ভয়াবহ বাস্তবতা!!!
323888
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
শেখের পোলা লিখেছেন : এমন আরও নম্বর বিহীন স্বপ্নের বাস্তবায়নেই শ্বশান(খানেরা শ্বশান করেছিল ২৪ বছরে)বাংলা সোনার হচ্ছে৷ সবে ৪৪ বছর হয়েছে৷ বাকীটুকুর জন্য আরও অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে৷ অধৈর্য হলে চলবে না৷ধন্যবাদ৷
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
265347
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : হুম ডিয়ার, এবারে হাসিনার নীরব স্লোগান হলো, অন্যের যত রক্ত আছে যাবে, তবুও এ দেশকে ডুবিয়েই ছাড়বো!
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
265348
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : Good Luck Good Luck মন্তব্যের জন্য শুকরিয়া!
323976
০১ জুন ২০১৫ রাত ১০:৪২
আবু জান্নাত লিখেছেন : ঠিকই বলেছেন। বাংলাদেশটা আসলে কোন দেশই না। আরবীরা বাঙ্গালী শব্দটিকে গালি হিসাবে ব্যবহার করে। আমার মনে হয় সত্যিই তাই। ধন্যবাদ
০২ জুন ২০১৫ রাত ১২:১২
265590
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আমরাই আমাদের দুশমন!
323982
০১ জুন ২০১৫ রাত ১১:১০
এ,এস,ওসমান লিখেছেন : আরে ভাই এত টেনশন করছেন কেন??? বঙ্গবন্ধু স্বপ্ন তো কেবল শুরু এর পর আরও কত কি দেখবেন.........
০২ জুন ২০১৫ রাত ১২:১০
265589
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : অবাক নয়নে তাই তাকিয়ে রয়েছি.....Rolling Eyes
০২ জুন ২০১৫ রাত ১২:১৪
265591
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : এত স্বপ্ন নিয়ে বনের বন্ধু নেতা ঘুমাইছিল কেমতে???:Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File