মডুদের কাছে আমার ৬ (ছয়) দফা দাবি!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ৩০ অক্টোবর, ২০১৪, ০৩:৫২:৫২ দুপুর



আজকে এই পোষ্টের মাধ্যমে আমি মডুদের কাছে ৬ (ছয়) দফা দাবি পেশ করছি।

অধিকার কেউ কাউকে দেয়না, অধিকার আদায় করে নিতে হয়। সমস্যা থাকবে তার মানে এই নয় যে, সেটা দীর্ঘদিন জমে থাকবে। যদি তাই থাকে, তবে দিন দিন ব্লগার হারাতে হবে। ইতিমধ্যে অনেক ব্লগাররা তাদের সমস্যার কথা বলতে বলতে সমধান না পেয়ে বিরক্ত হয়ে দূরে সরে আছেন। এভাবে চলতে থাকলে, চলে যাওয়ার এই সংখ্যা রাড়বে বৈ কমবে না। তাই ব্লগারদের ধরে রাখার জন্য আমি মডুদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং ছয় দফা দাবি পেশ করছি।

।।______আমার ৬ (ছয়) দফা দাবিগুলো নিম্নরূপঃ-

১. বার্তা সিস্টেম চালু করা।

২. ব্লগারদের ইমেইল ও ফিডব্যাকের দ্রুত রিপ্লাই দেয়া এবং যথা সম্ভব দ্রুত সমস্যার সমাধান দেয়া। একান্তই সমাধানে অপারগ হলে, কনভেনসিভ রিপ্লাই করা।

৩. পোষ্ট ও মন্তব্য ব্লগারদের সম্পদ। যা একবার খুয়ালে আর পাওয়া যায়না। তাই এই বিষয়টির রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

৪. একাউন্ট সেটিং এর অপশন চালু করা। যা দ্বারা ব্লগাররা তাদের প্রাথমিক সকল সমস্যা নিজে নিজেই সমাধান করতে পারেন।

৫. পোষ্ট স্টিকি করার ক্ষেত্রে মানকে নিশ্চিত করা এবং সাহিত্যের সকল শাখার পোষ্টকে ক্রমান্বয়ে স্টিকি করা।

৬. প্রতিযোগিতার আয়োজন নিয়মিত করা এবং পুরস্কার পর্ব সফল ও সুন্দরভাবে শেষ করা।

সুপ্রিয় ব্লগার বন্ধুরা!

আমার সাথে আপনিও যদি একমত হন তবে আওয়াজ দিন, কমেন্টে ঝড় তুলুন। আপনিও পোষ্ট দিন।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279716
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাবির সাথে একমত।
তবে ছয় দফা শুনতে খারাপ দেখায়!!
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
223424
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____তাহলে কিসে ভালো দেখাবে?
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
223428
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আরেকটি বিষয় হলো_ ভালো শুনায়, ভালো দেখায় এমন কথা মডুরা আজকাল কানেই তুলেনা! অনেকবার বলেছি আমার সমস্যার কথা অনেক ভালোভাবে। ফল শূন্য। তার মানে এই নয় যে, খারাপভাবে বলা ঠিক। আর আমি সেভাবে বলিনি এখনো।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩১
223432
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : দেখুন এখানে http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/6997/sask100/55452
279720
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৭
নোমান২৯ লিখেছেন : ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে! Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১০
223461
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : একমত!!!


ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
279723
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২২
আফরা লিখেছেন : আপনার সাথে ২,৩,৫ ১০০% একমত ।

১. বার্তা সিস্টেম চালু করা। এটা আমি চাই না কারন ব্যক্তিগত ভাবে কারো সাথে যোগাযোগ করতে চাইলে আরো অনেক ওয়ে আছে ।

৪. একাউন্ট সেটিং এর অপশন চালু করা। যা দ্বারা ব্লগাররা তাদের প্রাথমিক সকল সমস্যা নিজে নিজেই সমাধান করতে পারেন।

এটাও আমি চাই না ।এটা আমাদের হাতে দিয়ে দিলে আমার মনে হয় না ভাল কোন রেজাল্ট বয়ে আনবে । হয়ত এটাই হত ১ মাসে নাম পরিবর্তন করতে করতে ব্লগার সাজিদ আল সাহাফ থেকে শুধু সাহাফে এসে পড়ত ।

৬. প্রতিযোগিতার আয়োজন নিয়মিত করা এবং পুরস্কার পর্ব সফল ও সুন্দরভাবে শেষ করা।

প্রতিযোগীতা চাই তবে পুরস্কার ছাড়া ।কারন অনেক ব্লগার পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন ।উনারা যে পুরস্কার দেন তার চেয়ে অনেক বেশী খরচ লাগবে পোষ্ট করতে ।তাছাড়া তিনটা প্রতিযোগীতা যার দুইটার কোন পুরস্কার উনারা দেন নাই ।

তাই আমি মনে করি প্রতিযোগীতা হোক পুরস্কার ছাড়াই । একটা প্রতিযোগীতায় ১ম,২য়,৩য় হওয়া ও কম কথা নয় ।

এগুলো আমার মত ভাইয়া । আমাদের সবার সব মতের সাথে মিলবে এমন নয় ।ধন্যবাদ ভাইয়া ।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১১
223463
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ____শুকরিয়া!
279726
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নামে নয় গুণেই যার পরিচয়। এই একটা নাম পরিবর্তন নিয়ে আপনি পর পর অনেকগুলো পোষ্ট করেই যাচ্ছেন। যেটা একান্তই বেমানান। ব্লগে আমরা আসি আমাদের সৃজনশীলতা প্রকাশ করতে, আমাদের মাঝে লুকায়িত প্রতিভা ফুটিয়ে তুলতে আর আপনি বার বার একউ ভাঙা ক্যাসেট বাজিয়েই যাচ্ছেন। আপনার নাম পরিবর্তন করলে আমাদের কোনো আসে যায়? আমরা আপনার লেখাকে মূল্যায়ন করবো নামকে নয়। ভালো কিছু লিখুন সেটাতেই সুখ। অযথা নাম নিয়ে বার বার আন্দোলন করার কোনো মানে হয় না। কথাগুলো বলার জন্য কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪১
223437
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : অবশ্যই কষ্ট পেয়েছি! আপনার দুঃখ প্রকাশ, কটু কথা বলে সান্ত্বনার একটা অযথা বুলি!
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৪
223438
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : বেমানান তো আমিও করতে চাইনি। সমাধান করে দিলেই তো হয়! আপনি কি মডুদের একজন নাকি? কথার স্টাইলতো কনফিউজড টাইপের!
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৪
223439
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে ব্যর্থ হয়েছেন। তাহলে আন্দোলন চালাতেই থাকুন। আর কষ্ট পেলে বলাই আছে আন্তরিকভাবে দুঃখিত। Crying Crying Crying
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৮
223440
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আমি যদি গুণের পরিচয় নাই রাখতে পারি, তবে আপনিও তা পারেন নি। মাত্র একটি মন্তব্য দিয়েই আপনি বেগুনের কাতারেই রয়ে গেছেন।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৯
223446
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়
বিরূপ মনের বেগুন হলাম সেও মন্দ নয় Broken Heart Broken Heart
279727
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩০
ইসলামী দুনিয়া লিখেছেন : অবশ্যই একমত, তবে আরো একটি দাবী যেটা, ব্লগটি ভারী যাতে ব্রাউজ হতে অনেক দেরী হয় তাই এর সমাধান করা।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৪
223442
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : একমত! আমিও তাই চাই। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
279729
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৭
চিরবিদ্রোহী লিখেছেন : ৪ নং সিস্টেমটাতে একটু ভেজাল লাগতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বললাম। নাম পরিবর্তনের ফলে চেনা একটু কষ্টকর হবে, ফলে অনেকেই সুযোগের স্বদব্যবহার করতে পারে। বাকিগুলোর সাথে পুরোপুরি একমত।
আপনার ছয় দফার সাথে আমিও দুই দফা যোগ করলাম-
** প্রথম পাতা টা বিশেষ রাখতে হবে। অর্থাৎ পোস্টের কাল নির্ধারণে নয়, প্রথম পাতার লেখা গুলো হতে হবে মান, রেটিং ইত্যাদির উপর ভিত্তি করে। অবশ্য এটার জন্য আলাদা পাতা খুললেও সমস্যা নেই।

** বিশেষ মতাদর্শের বাড়াবাড়ি থেকে ব্লগকে দূরে রাখতে হবে। ভিন্নমত মানেই তীর্যক সমালোচনার আঘাতে জীর্ণ করা, এমন মানসিকতা পরিহারের ব্যবস্থা করতে হবে। অবশ্য মুখোশধারী দালালদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

চালিয়ে যান, দেখি মডু মহাশয়দের সুখ নিদ্রা ভাঙে কিনা।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৬
223444
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : শুকরিয়া! আপনার দুই দফার সাথে পুরোপুরি একমত। সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ ভূমিকা দরকার।
279735
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৭
তহুরা লিখেছেন : মন্ডুরা মনে হয় এবাদতে করতেছে । শেষে আপনার বিষয় নিয়ে চিন্তা করবে । ধন্যবাদ
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৯
223447
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : যদি ইবাদত হয়, তবে আর কিছু বলবো না। শুধু এটুকু বলবো, এই ব্লগটিও যদি সঠিকভাবে পরিচালনা করা হয় সঠিক নিয়তে, তবে তাও ইবাদত হবে বলে আমি মনে করি।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০১
223448
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সকল কা্জই ইবাদতের বা সওয়াবের হতে পারে, যদি তা সঠিক নিয়তে করতে পারি।
279742
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৮
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৯
223654
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত। আমিও আপনার সাথে একমত।
279754
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩১
আজব মানুষ লিখেছেন : D'oh
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১০
223655
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ____মাথায় হাত! খুব চিন্তায় পড়েছেন বুঝি?
১০
279755
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩১
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ। Rose Rose
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১১
223656
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
১১
279959
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৯
প্রবাসী মজুমদার লিখেছেন : হাজারো ব্যস্ততা আর সীমাবদ্ধতার মাঝেো ব্লগ কতৃপক্ষ অলাভজনক এ সাহিত্যকর্মে নিরলস কাজ করে যাচ্ছে বলে ধন্যবাদ। আর বিষয়গুলো বিবেচনার জন্য সমর্থন রেখে গেলাম।

একটি বিষয় খুবই লক্ষ্যণীয়। দু একজন ব্লগার আছে, যারা এ ব্লগে নিয়মিত নয়। তাদের লেখার মান ও এমন নয় যে শিহরিত হবার মত। কিন্তু লক্ষণীয় হল এরা যাই লিখে িষ্টকী হয়ে যায়। এ ব্লগে নিয়মিত ব্লগিং করা ব্লগারদের এটি আহত করে। ওরা বুঝতে পারে বৈষম্য।
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৭
223806
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : একদম ঠিক বলেছেন। এই বৈষম্য শেষ হবে কবে? আপনার সমর্থনের জন্য শুকরিয়া! ভালো থাকা হয় যেন! সমাধান না হলে ব্লগিংয়ে সম্ভাবত ইস্তফা দিবো।
১২
279973
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : আপনার সাথে ২,৩,৫ ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত। Chatterbox Chatterbox
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
224123
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আপনারা সকলে এক হইলেন কেমনে? যাইহোক আপনাদের সাথে আমিও একমত।
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৮
224194
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আপনারা সকলে এক হইলেন কেমনে? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Crying Crying
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
224197
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
224210
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : Crying Crying Crying Crying আপনার প্রানবন্ত সত্তাকে স্বাগতম।
১৩
279986
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫২
ক্ষনিকের যাত্রী লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : আপনার সাথে ২,৩,৫ ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।

আমিও উনাদের সাথে ১০০% একমত।
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
224129
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আপনার সাথে একমত। তবে কথা হলো আপনারা দলে এত্তজন কেনো? প্লানিং করে এই কমেন্টর আয়োজন?
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
224159
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমরা অটোপ্ল্যান করি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor @সাজিদ আল সাহাফ ভাইয়া Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
224198
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
১৪
279994
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৯
ইমরান ভাই লিখেছেন : ক্ষনিকের যাত্রী লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : আপনার সাথে ২,৩,৫ ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
আমিও উনাদের সাথে ১০০% একমত।
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩২
224132
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ইমরান ভাই মোবারকবাদ আপনাকে। এবং আপনাদের সকলরে সাথে আমিও একমত। এত কমেন্ট এত আওয়াজ, এক আয়োজন, তবু ওনারা কেনো সারা দিচ্ছে না? কেনো তেনারা এত্ত অবহেলা করছে আমাদের?
১৫
280020
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১২
অনেক পথ বাকি লিখেছেন : ইমরান ভাই লিখেছেন : ক্ষনিকের যাত্রী লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : আপনার সাথে ২,৩,৫ ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
আমিও উনাদের সাথে ১০০% একমত। Big Grin Big Grin
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
224157
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ নভেম্বর ২০১৪ রাত ১২:০৫
224558
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : অনেক পথ বাকি লিখেছেন : ইমরান ভাই লিখেছেন : ক্ষনিকের যাত্রী লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : আপনার সাথে ২,৩,৫ ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
আমিও উনাদের সাথে ১০০% একমত।
১৬
281006
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩৩
কাহাফ লিখেছেন :
দফা-ধারা সংযোজন-বিয়োজনে অনেক কথা হল! মডু সাহেবানরা দৃষ্টি না দিলে কোনই লাভ নাই!
আপনার আন্দোলনে একাত্মতা ঘোষণা করলাম আমিও!!!
Time Out Time Out Time Out
০৮ নভেম্বর ২০১৪ রাত ১১:২৭
225854
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সবাই সাড়া দিয়েছেন বাট কাজ হলো কই? মডুদের সুদৃষ্টি পেলাম না। কষ্ট হলেও তো আমার সমস্যাটি সমাধান দেয়া যেতো না? আমি আশাহত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File