নাম সংস্কারে সহযোগিতা চাই!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৯ অক্টোবর, ২০১৪, ০৭:৩৪:৫৮ সন্ধ্যা

প্রিয় ব্লগার বন্ধু!

আপনি হয়তো ইতিপূর্বে আমার পূর্বের নাম প্রসঙ্গে একটি পোষ্ট পড়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমার! সে পোষ্টে কাজ হয়নি। তাই আপনার সহযোগিতা প্রার্থনা করছি। যদি কেউ পারেন আমার বর্তমান নামটি "ব্লগার সাজিদ আল সাহাফ" থেকে ব্লগার শব্দটি কর্তন করে শুধু "সাজিদ আল সাহাফ" নামে আউডি নেমটি সংস্কার করতে সহযোগিতা করুন।

উল্লেখ্য ইতিপূর্বে আমি অনেকভাবে মডুদের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করেছি, কোন ফল পাইনি। তার নমুনা নিম্নরূপঃ-

Click this link ইমেইল ও ফিডব্যাক এর মাধ্যমে সমাধানের চেষ্টা, কিন্তু ফলাফল শুধুই শূন্য!!!

বিষয়: বিবিধ

১০০৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279410
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
অনেক পথ বাকি লিখেছেন : কেন আপনার নামটা তো সুন্দরই লাগছে। ব্লগার সাজিদ আল সাহাফ ভাই। Rolling on the Floor Rolling on the Floor আমিও আমার নাম পরিবর্তন করার জন্য ফিডব্যাকে জানাইছিলাম তারা আমাকে নোটিশ দিয়ে জানাইছে যে আপাতত সম্ভব নয়। Shame On You Shame On You
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
223151
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : তাই! কিন্তু আমার ভালো লাগছে না। তাই সমাধান চাই। ধন্যবাদ আপনাকে।
279424
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সংগ্রাম করতে থাকুন একসময় সফল হবেনই।
৩০ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৬
223227
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____কতকাল আর সংগ্রাম করবো? এমন কোনো বিষয় নেই যে সমাধান নেই। কঠিন হলেও আমার এই সমস্যাটি তারা সমাধান করে দিতে পারেনা তারা?
279442
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৪
এস এম আবু নাছের লিখেছেন : টুডে কর্তৃপক্ষের এরকম উদাসীনতা মোটেই কাম্য নয়। এইজন্যই ব্লগে নিজের একাউন্ট সেটিংস নামক একটি অপশন থাকা উচিত। মাঝে মাঝে এর ভাব ভীষণভাবে অনুভূত হয়। Happy] Happy] Happy]
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৭
223311
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমাদের সব ব্লগারদের টুডে ব্লগের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়া হোক। এক দফা এক দাবি। Big Grin Big Grin Loser Loser
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৮
223320
এস এম আবু নাছের লিখেছেন : হ হ। এক দফা এক দাবী। মানতে হবে। শুনতে হবে।
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৫
223354
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : একমত!!
279489
৩০ অক্টোবর ২০১৪ রাত ০১:০৫
আফরা লিখেছেন : আশা করি টুডে কর্তৃপক্ষ খুব তাড়া তাড়ি আপনার সমস্যার সমাধান করবে ।

তবে আমাদের ও একটু সচেতান থাকা দরকার যেটা যে তালার চাবি আমাদের হাতে নেই সেই তালাটা লাগানোর আগে একটু ভাল ভাবে চিন্তা ভাবনা করে তালাটা আটকানো ।

ভাইয়া কিছু মনে করিয়েন না ।
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১০
223323
এস এম আবু নাছের লিখেছেন : তাইতো। এভাবেতো ভেবে দেখিনি। আমি অবশ্য আমার পুরো নামটাই দিয়ে দিয়েছি। লাইটহাউজ ব্লগে আমার একবার এরকম এক সমস্যা হয়েছিল। এডমিন ভাইয়ের সাথে ফেসবুকে যোগাযোগ করেছিলাম। উনি সাথে সাথেই সমস্যা সমাধান করে দিয়েছিলেন। Applause Good Luck
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৩
223433
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আপনি ঠিক বলেছেন। কিন্তু আমি অনুপায়ে ওভাবে নিক নিয়েছি। এই পোষ্টটি তা বুঝতে পারবেন। http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/6997/sask100/55452

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File