নাম সংস্কারে সহযোগিতা চাই!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৯ অক্টোবর, ২০১৪, ০৭:৩৪:৫৮ সন্ধ্যা
প্রিয় ব্লগার বন্ধু!
আপনি হয়তো ইতিপূর্বে আমার পূর্বের নাম প্রসঙ্গে একটি পোষ্ট পড়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমার! সে পোষ্টে কাজ হয়নি। তাই আপনার সহযোগিতা প্রার্থনা করছি। যদি কেউ পারেন আমার বর্তমান নামটি "ব্লগার সাজিদ আল সাহাফ" থেকে ব্লগার শব্দটি কর্তন করে শুধু "সাজিদ আল সাহাফ" নামে আউডি নেমটি সংস্কার করতে সহযোগিতা করুন।
উল্লেখ্য ইতিপূর্বে আমি অনেকভাবে মডুদের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করেছি, কোন ফল পাইনি। তার নমুনা নিম্নরূপঃ-
Click this link ইমেইল ও ফিডব্যাক এর মাধ্যমে সমাধানের চেষ্টা, কিন্তু ফলাফল শুধুই শূন্য!!!
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আমাদের ও একটু সচেতান থাকা দরকার যেটা যে তালার চাবি আমাদের হাতে নেই সেই তালাটা লাগানোর আগে একটু ভাল ভাবে চিন্তা ভাবনা করে তালাটা আটকানো ।
ভাইয়া কিছু মনে করিয়েন না ।
মন্তব্য করতে লগইন করুন