টুডের মডুদের অবহেলিত আচরণে আমি চরম বিব্রত!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২১ অক্টোবর, ২০১৪, ০৩:৪০:৪৩ দুপুর
সকলের দৃষ্টি আকর্ষণ করছি। একটু পড়ুন। মন্তব্য করুন। একটু জোরে আওয়াজ দিন! নয়তো তাদের চেতনা ফিরবেনা। অচেতন হয়ে পড়ে রবে। যা কাম্য নয়। হয়তো আপনিও কোনো না কোনোভাবে অলরেডি অবহেলিত! কিংবা রিডে থাকেন, টুডেতে বিব্রত ও অবহেলিত অবস্থায় পড়ার।
টুডেতে এসেছি সেই কবে! আজও মন বসাতে পারছিনা এখানে। পারছিনা আন্তরিকতার সাথে লিখতে। টুডেতে অনেক আগ্রহ নিয়ে আসে মানুষ তার সৃজনশীলতা প্রকাশ করতে। কিন্তু আমি জানি আমার মত অনেকেই বিভিন্ন সমস্যার সমাধান না পেয়ে ফেড আপ হয়ে আছেন, দূরে আছেন। কনটিনিউ হতে পারছেন না। ব্লগারদের অবহেলা ও উপেক্ষা করা এর একটি অন্যতম কারণ। ব্লগারদের সমস্যা সমাধানে তারা এতটাই উদাসীন যে, যতটা আগ্রহ নিয়ে টুডের ভুবনে আসা হয়, তার চেয়ে অনেক বেশি বিরক্তি নিয়ে ব্লগাররা টুডের ভূবন থেকে দূরে সরে রয়।
আমি নিজেই তাদের দায়সারা গোছের আচরণে চরম বিব্রত!
আমি আমার ব্লগ নেইম তথা "ব্লগার সাজিদ আল সাহাফ" থেকে ব্লগার শব্দটি কেটে শুধু "সাজিদ আল সাহাফ" নামে আইডি নেমটি সংস্কার করার জন্য অনেকবার ইমেল করলাম। অনেকবার ফিডব্যাক দিলাম। কিন্তু কিসের কী! যেই লাউ আমার, সেই কদু অবস্থাই রইলো। মডুদের এহেন অগোছালো আচরণ যদি অব্যাহত থাকে, তবে সেদিন বেশি দূরে নয়, যেদিন তাদের দুরবস্থা দুয়ারে এসে দাঁড়াবে। কর্মফল তাদেরকে ডিজিটাল চেতনা দিয়ে বুকে টেনে নেবে।
দায়িত্ব নিয়ে যদি তার সঠিক ব্যবহারই না করতে পারি, তবে ছেড়ে দেইনা কেনো? এমন অলস, দায়িত্বহীন ঘুমকাতুরে মডুদের নিয়ে আর যাই হোক, কাজ হযবরল ছাড়া বযরলহ হবেনা কোনোদিন।
আমি মডুদের যে ইমেইল করেছি তা এখানে তুলে ধরলাম
আমার ব্লগ নামটি সংস্কারের জন্য আবেদন। (পুনুরায় আবার পাঠালাম।)
Sazid Al Sahaf<> 9 October 2014 07:06
To: today blog <>
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original
আসসালামু আলাইকুম। শুরুতেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শ্রদ্ধেয় মডারেটর ভাই! আমি সাজিদ আল সাহাফ বলছি।আমি টুডে ব্লগের একজন
ব্লগার। আমি টুডে ব্লগের শুরুর দিকে "সাজিদ আল সাহাফ" নামে আইডি
খুলেছিলাম। সে আইডির পাসওয়াড হারিয়ে ফেলছিলাম। ফলে নতুন ইমেইলে নতুন
নামে আইডি খুলতে হয়েছে। সেক্ষেত্রে "ব্লগার সাজিদ আল সাহাফ" নামে আইডি
খুলতে হয়েছে। কিন্তু আমার ইচ্ছা হলো আমি "সাজিদ আল সাহাফ" নামে লিখবো।
অন্য সমস্ত লেখালেখিতে সাজিদ আল সাহাফ নামে লিখছি। তাই আমি
বিনীতভাবে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বর্তমান নিকটি অর্থাৎ
"ব্লগার সাজিদ আল সাহাফ" নামটি থেকে "ব্লগার" শব্দটি কর্তন করে শুধু
"সাজিদ আল সাহাফ" নামে আমার আইডি নেমটি সংস্কার করে দিবেন এ আমার হৃদয়ের
প্রত্যাশা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা পেলে লেখালেখির জগতে আমি আরো
গতিশীল হতে পারবো। তাই এই বিষয়টির আশু সমাধানের আশায় চেয়ে রইলাম।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
টুডে ব্লগে আমার আইডি লিংক
http://www.bdmonitor.net/blog/blogdetail/bloglist/6997/sask100
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়টির দ্রুত সমাধানের ব্যাপারে।
হা কিছু বিষয় খুবই বিব্রতকর যেমনঃ
আমাদের প্রথম দিককার অনেক পোষ্টের কমেন্টস উধাও হয়ে গেছে (
মডুদের দৃস্টি আকর্ষণ করছি।
তুমি এদিকে
মডুমামা/মামীরা বোধহয় উনাদের ইমেইলের পাসওয়ার্ড ভুলে ফেলছে, মেইল চেক করতে পারতেছে না হয়তো এই কারনেই আনপার সমস্যার সমাধান দিতে দেরি হচ্ছে
(১) ব্লগের মান উন্নয়নের কোন প্রচেষ্ঠাই নেই, মান্ধাত্বার আমলের প্রযুক্তি নিয়েই চলছে। লেখা ইচ্ছানুসারে জাস্টিফাই করা যায় না, ফলে ভালো কবিতাও আবেদন হারায়।
(২) ভালো মানের সৃজনশীল অনেক লেখাই নির্বাচিত হয় না, অধিক পঠিক ও মন্তব্য সম্বলিত এমনকি বির্তকিত লেখাও নির্বাচিত তালিকায় নির্বিকারে দেখা যায়।
(৩) স্টিকি পোস্টের ব্যাপারে উদাসিনতা, ইদানিং মনে হচ্ছে এটা একটু ঠিক হয়ে যাচ্ছে
(৪) ব্লগারদের সমস্যা সমাধানের অরুচী
(৫)(আমারা মতে) একপেশে কিংবা বলা যেতে পারে বিশেষ কোন চিন্তাধারার দ্বারা অতিরিক্ত প্রভাবিত, ফলে ভিন্নচিন্তার মানুষদের উপর যে ঝড়ই বয়ে যাক না কেন, নো প্রবলেম।
এসব দিক ভেবে, বিশেষ করে ৫ নম্বর টা ভেবেই এই ব্লগ ছেড়ে দেয়ার চিন্তা করছি।
হয়তো কোন সমস্যা হয়েছে,তাই...
ভাই,এতোদিন ধৈর্য ধরেছেন ,আরেকটু সবর নিশ্চয় করতে পারবেন।
সহানুভূতি ও দুঃখ জানানো ছাড়া আসলে আমাদের কিছু করার নেই!
কার উপর রাগ করবো??
তাতেই বা লাভ কী??
আল্লাহতায়ালা আপনাকে সবর ও শোকর এবং ইস্তিকামাতের তৌফিক দিন
একাধিক ব্লগারের পোষ্ট মারফত সেটা প্রকাশ হওয়ায় সত্যিই চোখে পড়ার মত। অতি দ্রুত মডারেশন টিম এর ঘুম ভাঙা প্রয়োজন।
তা না হলে ব্লগাররা ব্লগের প্রতি আগ্রহ হারাবে।
কিছু কিছু বিষয়ের সমাধান হওয়া এখনই প্রয়োজনঃ
১, ধর্মীয় অনুভূতিতে আঘাত কারি ব্লগারকে মডারেশন এর আওয়াতায় আনা।
২, মেইল এর রিপ্লাই দেয়া।
৩, মন্তব্য রিলেটেড টেকনিক্যাল প্রবলেম দ্রুত সলভ করা।
৪, প্রতিযোগীতার পুরস্কার ব্লগারদেরকে দ্রুত পাঠানো।
মন্তব্য করতে লগইন করুন