টুডের মডুদের অবহেলিত আচরণে আমি চরম বিব্রত!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২১ অক্টোবর, ২০১৪, ০৩:৪০:৪৩ দুপুর

সকলের দৃষ্টি আকর্ষণ করছি। একটু পড়ুন। মন্তব্য করুন। একটু জোরে আওয়াজ দিন! নয়তো তাদের চেতনা ফিরবেনা। অচেতন হয়ে পড়ে রবে। যা কাম্য নয়। হয়তো আপনিও কোনো না কোনোভাবে অলরেডি অবহেলিত! কিংবা রিডে থাকেন, টুডেতে বিব্রত ও অবহেলিত অবস্থায় পড়ার।

টুডেতে এসেছি সেই কবে! আজও মন বসাতে পারছিনা এখানে। পারছিনা আন্তরিকতার সাথে লিখতে। টুডেতে অনেক আগ্রহ নিয়ে আসে মানুষ তার সৃজনশীলতা প্রকাশ করতে। কিন্তু আমি জানি আমার মত অনেকেই বিভিন্ন সমস্যার সমাধান না পেয়ে ফেড আপ হয়ে আছেন, দূরে আছেন। কনটিনিউ হতে পারছেন না। ব্লগারদের অবহেলা ও উপেক্ষা করা এর একটি অন্যতম কারণ। ব্লগারদের সমস্যা সমাধানে তারা এতটাই উদাসীন যে, যতটা আগ্রহ নিয়ে টুডের ভুবনে আসা হয়, তার চেয়ে অনেক বেশি বিরক্তি নিয়ে ব্লগাররা টুডের ভূবন থেকে দূরে সরে রয়।

আমি নিজেই তাদের দায়সারা গোছের আচরণে চরম বিব্রত!

আমি আমার ব্লগ নেইম তথা "ব্লগার সাজিদ আল সাহাফ" থেকে ব্লগার শব্দটি কেটে শুধু "সাজিদ আল সাহাফ" নামে আইডি নেমটি সংস্কার করার জন্য অনেকবার ইমেল করলাম। অনেকবার ফিডব্যাক দিলাম। কিন্তু কিসের কী! যেই লাউ আমার, সেই কদু অবস্থাই রইলো। মডুদের এহেন অগোছালো আচরণ যদি অব্যাহত থাকে, তবে সেদিন বেশি দূরে নয়, যেদিন তাদের দুরবস্থা দুয়ারে এসে দাঁড়াবে। কর্মফল তাদেরকে ডিজিটাল চেতনা দিয়ে বুকে টেনে নেবে।

দায়িত্ব নিয়ে যদি তার সঠিক ব্যবহারই না করতে পারি, তবে ছেড়ে দেইনা কেনো? এমন অলস, দায়িত্বহীন ঘুমকাতুরে মডুদের নিয়ে আর যাই হোক, কাজ হযবরল ছাড়া বযরলহ হবেনা কোনোদিন।

আমি মডুদের যে ইমেইল করেছি তা এখানে তুলে ধরলাম

আমার ব্লগ নামটি সংস্কারের জন্য আবেদন। (পুনুরায় আবার পাঠালাম।)

Sazid Al Sahaf<> 9 October 2014 07:06

To: today blog <>

Reply | Reply to all | Forward | Print | Delete | Show original

আসসালামু আলাইকুম। শুরুতেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শ্রদ্ধেয় মডারেটর ভাই! আমি সাজিদ আল সাহাফ বলছি।আমি টুডে ব্লগের একজন

ব্লগার। আমি টুডে ব্লগের শুরুর দিকে "সাজিদ আল সাহাফ" নামে আইডি

খুলেছিলাম। সে আইডির পাসওয়াড হারিয়ে ফেলছিলাম। ফলে নতুন ইমেইলে নতুন

নামে আইডি খুলতে হয়েছে। সেক্ষেত্রে "ব্লগার সাজিদ আল সাহাফ" নামে আইডি

খুলতে হয়েছে। কিন্তু আমার ইচ্ছা হলো আমি "সাজিদ আল সাহাফ" নামে লিখবো।

অন্য সমস্ত লেখালেখিতে সাজিদ আল সাহাফ নামে লিখছি। তাই আমি

বিনীতভাবে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বর্তমান নিকটি অর্থাৎ

"ব্লগার সাজিদ আল সাহাফ" নামটি থেকে "ব্লগার" শব্দটি কর্তন করে শুধু

"সাজিদ আল সাহাফ" নামে আমার আইডি নেমটি সংস্কার করে দিবেন এ আমার হৃদয়ের

প্রত্যাশা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা পেলে লেখালেখির জগতে আমি আরো

গতিশীল হতে পারবো। তাই এই বিষয়টির আশু সমাধানের আশায় চেয়ে রইলাম।

আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।

টুডে ব্লগে আমার আইডি লিংক

http://www.bdmonitor.net/blog/blogdetail/bloglist/6997/sask100

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276764
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়টির দ্রুত সমাধানের ব্যাপারে।
হা কিছু বিষয় খুবই বিব্রতকর যেমনঃ
আমাদের প্রথম দিককার অনেক পোষ্টের কমেন্টস উধাও হয়ে গেছে Crying( Crying Crying
মডুদের দৃস্টি আকর্ষণ করছি।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১১
220729
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying আমাদের প্রথম দিককার অনেক পোষ্টের কমেন্টস উধাও হয়ে গেছে Crying Crying Crying Crying এ কথা কইলে আমার কান্না আসে.... Crying Crying Crying

তুমি এদিকে Big Hug Big Hug Big Hug Big Hug
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩০
220753
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : মডুদের দৃষ্টি কোন দিকে? তাই ভাবছি! না জানি হায় দৃষ্টি কোন দিকে যায়!
276765
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সংশ্লিষ্ট বিষয়ে মডারেশান টিমের দৃষ্টি আকর্ষণ করছি ।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৮
220718
আওণ রাহ'বার লিখেছেন : Crying Crying Crying Crying
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩২
220755
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : কেনো এমন হয়! কেনো তেনারা এত বৈচিত্রময়!!!
276771
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৭
মোস্তফা সোহলে লিখেছেন : এদেশের ব্লগ গুলোর সব মনে হয় একই দশা
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৩
220757
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______সবগুলোর অবস্থা আর যাই হোক, টুডের মত এত শোচনীয় নয়!
276773
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৯
এস এম আবু নাছের লিখেছেন : পিলাচ
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৪
220758
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ______আপনার পিলাচ যদি ওদের চেতনায় আঘাত হানে, তবে সার্থক!
276777
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০২
শিশির ভেজা ভোর লিখেছেন : বিব্রত হওয়ারই কথা। দায়িত্ব নিয়ে সেটা যথাযথভাবে পালন না করলে তো ব্লগাররা বিব্রত হবেই।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৬
220759
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ___মডুদের এহেন অগোছালো আচরণ যদি অব্যাহত থাকে, তবে সেদিন বেশি দূরে নয়, যেদিন তাদের দুরবস্থা দুয়ারে এসে দাঁড়াবে। কর্মফল তাদেরকে ডিজিটাল চেতনা দিয়ে বুকে টেনে নেবে।
276783
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এর আগেও কিন্তু এরকম সমস্যা ঠিক করে দিছে মডুমামা/মামীরা। Star Star এখন কেন দিচ্ছে না বুঝতে পারছি না Punch Punch

মডুমামা/মামীরা বোধহয় উনাদের ইমেইলের পাসওয়ার্ড ভুলে ফেলছে, Winking Winking মেইল চেক করতে পারতেছে না হয়তো এই কারনেই আনপার সমস্যার সমাধান দিতে দেরি হচ্ছে Wave Chatterbox Chatterbox
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৮
220762
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : তাই যদি হবে, তাহলে আমি যে এতবার ফিডব্যাক দিলাম, কোনো রিপ্লাই নেই! তার কী অজুহাত দাঁড় কারাবেন?
276791
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৪
চিরবিদ্রোহী লিখেছেন : এই ব্লগের কতিপয় প্রধান রোগ-
(১) ব্লগের মান উন্নয়নের কোন প্রচেষ্ঠাই নেই, মান্ধাত্বার আমলের প্রযুক্তি নিয়েই চলছে। লেখা ইচ্ছানুসারে জাস্টিফাই করা যায় না, ফলে ভালো কবিতাও আবেদন হারায়।
(২) ভালো মানের সৃজনশীল অনেক লেখাই নির্বাচিত হয় না, অধিক পঠিক ও মন্তব্য সম্বলিত এমনকি বির্তকিত লেখাও নির্বাচিত তালিকায় নির্বিকারে দেখা যায়।
(৩) স্টিকি পোস্টের ব্যাপারে উদাসিনতা, ইদানিং মনে হচ্ছে এটা একটু ঠিক হয়ে যাচ্ছে
(৪) ব্লগারদের সমস্যা সমাধানের অরুচী
(৫)(আমারা মতে) একপেশে কিংবা বলা যেতে পারে বিশেষ কোন চিন্তাধারার দ্বারা অতিরিক্ত প্রভাবিত, ফলে ভিন্নচিন্তার মানুষদের উপর যে ঝড়ই বয়ে যাক না কেন, নো প্রবলেম।

এসব দিক ভেবে, বিশেষ করে ৫ নম্বর টা ভেবেই এই ব্লগ ছেড়ে দেয়ার চিন্তা করছি।
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৭
220892
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সমস্যার সমাধান না হলে চলে যাবো আমিও!
276793
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৮
ইবনে আহমাদ লিখেছেন : মডুদের প্রতি আকুল আবেদন হল - সমস্যার তড়িৎ সমাধান করুন।
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৩
220905
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আপনাকে ধন্যবাদ। কোনো সমধান পাবো কিনা জানিনা! তবে সাথার জন্য আবারো ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
276812
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৬
নিরবে লিখেছেন : আমার সমস্যার তো তড়িঘড়ি সমাধান তারা করে দিলেন।
হয়তো কোন সমস্যা হয়েছে,তাই...
ভাই,এতোদিন ধৈর্য ধরেছেন ,আরেকটু সবর নিশ্চয় করতে পারবেন।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৪
221066
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।
১০
276830
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
জহুরুল লিখেছেন : নিশ্চয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৫
221067
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : দেখি কী করে। এবারে শুধু দেখার পালা।
১১
276839
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সহানুভূতি ও দুঃখ জানানো ছাড়া আসলে আমাদের কিছু করার নেই!

কার উপর রাগ করবো??
তাতেই বা লাভ কী??

আল্লাহতায়ালা আপনাকে সবর ও শোকর এবং ইস্তিকামাতের তৌফিক দিন
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৭
221069
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আপনাকে অনেকবার এই বিষয়টি বলেছি ইতিপূর্বে। আপানার পরামর্শ চেয়েছি। কিন্তু দুঃখজনক ফল পাইনি। তবে আপনার সহানুভূতির জন্য শুকরিয়া।
১২
276851
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : আপনার পক্ষে সুপারিশ পাঠালাম আর আপনাকে ধৈর্য ধরতে অনুরোধ করলাম৷
২৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪১
221224
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ধৈয্য ধরছি এবং আরো ধরবো। দেখি কত কাল পরে সমাধান হয়।
১৩
276867
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৩
আওণ রাহ'বার লিখেছেন : আমরা মডারেশন টীম এর দৃস্টি আকর্ষন করছি যে "বিষয় গুলোর সঠিক সমাধান দ্রুত করার জন্য" এটা আসলে চরম বিব্রতকর যে বারবার মেইল/ফিডব্যাক দিয়েও তাদের কোন রেসপন্স না পাওয়া।
একাধিক ব্লগারের পোষ্ট মারফত সেটা প্রকাশ হওয়ায় সত্যিই চোখে পড়ার মত। অতি দ্রুত মডারেশন টিম এর ঘুম ভাঙা প্রয়োজন।
তা না হলে ব্লগাররা ব্লগের প্রতি আগ্রহ হারাবে।
কিছু কিছু বিষয়ের সমাধান হওয়া এখনই প্রয়োজনঃ
১, ধর্মীয় অনুভূতিতে আঘাত কারি ব্লগারকে মডারেশন এর আওয়াতায় আনা।
২, মেইল এর রিপ্লাই দেয়া।
৩, মন্তব্য রিলেটেড টেকনিক্যাল প্রবলেম দ্রুত সলভ করা।
৪, প্রতিযোগীতার পুরস্কার ব্লগারদেরকে দ্রুত পাঠানো।
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৪
220910
চিরবিদ্রোহী লিখেছেন : আমি তো ভাই পালানোর মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর ভালো লাগে না, নিজের দড়ি অন্যের হাতে দিয়ে তার হাঁকানোর আশায় থাকতে। যদি যাই তো ভার্চূয়ালকেই একেবারে সালামুল আখির দিয়ে যাবো, শুধু ফেবুতে থাকবো আর সেই প্রাচীন পদ্ধতি কাগজ কলম চালিয়ে যাবো।
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৫
221333
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : একটা সমস্যার সমাধানই মডুরা এতদিনে দিতে পারলো না, সেখানে এতগুলো অপশন দেখে তো মডুদের মাথা খারাপ হয়ে যাবে। কত বছর লেগে যাবে তা্ও বা কে জানে!
১৪
277441
২৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৪
ইক্লিপ্স লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Crying Crying Crying Crying Crying Crying
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
223142
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ______আপনি সাথে আছেন। ভালোলাগলো। কিন্তু আমাদের এত ব্লগারের আ্ওয়াজও যে তাদের কানে গেলো না! ___দুর্ভাগ্য!
১৫
278474
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আমি অনেকবার অনেক বিষয়ে মেইল পাঠিয়েছিলাম কিন্তু কোন রেসপন্স পাইনি তবে শুরুর দিকে মোটামুটি পেতাম এখন আর না। আমার মনে হয় তারা আর্থিক সংকটে ভুগছে কিন্তু সেটাতো বললেই হয়।
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
223141
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ________আর্থিক সংকটে পড়লে তারা মুখ ফুটে বলুক। আমরা কালেকশানে নামি? কিন্তু সমাধান তারা আবার কিছু বলবেন্ও না, তা কী করে হয়!
১৬
292014
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কিছু বলবো না!
৩১ মে ২০১৫ রাত ০৮:২১
265059
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : কেনো?
৩১ মে ২০১৫ রাত ০৮:২২
265060
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : কছু কথা যে না বললেই নয়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File