মুসলমানদের যে বিষয় না জানলেই নয়! নামাজের ভঙ্গের কারণসমূহঃ

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৩ অক্টোবর, ২০১৪, ০৬:৩৬:২০ সন্ধ্যা

সকল মুসলমানদের জেনে রাখা উচিত কি কি কারণে নামায ভঙ্গ হয়।

আসুন জেনে নেই নামাজের ভঙ্গের কারণসমূহ এবং সহীহভাবে নামায আদায় করি।

নামাজের ভঙ্গের কারণসমূহঃ

১. নামাযের মধ্যে কথা বলা।

২. নামাযের মধ্যে পবিত্র কোরআন দেখে পড়া।

৩. নামাযের ফরজসমূহের মধ্যে কোন একটি ইচ্ছায় বা অনিচ্ছায় বাদ পড়ে গেলে।

৪. বিনা কারণে কাশি দেয়া।

৫. নামাযের ভিতরে আঃ উঃ শব্দ করা।

৬. নামাযের ভিতরে ইচ্ছা বা অনিচ্ছায় কোন কিছু খাওয়া।

৭. কোরআন শরীফ তেলাওয়াতের সময় এমন ভুল করা যে ভুলের দরুণ অর্থ পরিবর্তন হয়ে যায়।

৮. নামাযে শব্দ করে হাসা।

৯. পুরুষের কাতারে মেয়ে লোক দাঁড়ানো।

১০. নামাযে ঘুমিয়ে গেলে।

১১. বিনা কারণে নামাযরত অবস্থায় এদিক ওদিক চলা ফেরা করা।

১২. ইমামের পূর্বে রুকূ, সেজদা ইত্যাদি করা।

১৩. আমলে কাসির করা (নামাযের মধ্যে এমন কাজ করা কেউ দেখলে যদি নামায পড়ছে বলে বুঝা না যায়। যেমনঃ দু হাতে কাপড় ঠিক করা)।

১৫. ছতর খুলে গেলে।

১৬. নামাযের ওয়াজিবসমূহের কোন একটি ছুটে গেলে এবং ছহো সিজদা ছেড়ে দিলে।

১৭. ব্যথার কারণে উচ্চস্বরে কান্না।

১৮. ওযূ ভঙ্গ হওয়া।

১৯. বেহুশ হয়ে পড়া

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273973
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
জহুরুল লিখেছেন : ভালো লাগলো
১৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৫
217986
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : শুকরিয়া!!!!!!!!!
274076
১৪ অক্টোবর ২০১৪ রাত ০১:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

২. নামাযের মধ্যে পবিত্র কোরআন দেখে পড়া।

ফরজ নামাজ ছাড়া অন্য নামাজে এটাকে বৈধ বলেছেন একদল ফুকাহা


১৩. আমলে কাসির করা (নামাযের মধ্যে এমন কাজ করা কেউ দেখলে যদি নামায পড়ছে বলে বুঝা না যায়। যেমনঃ দু হাতে কাপড় ঠিক করা)।

এটির ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক- [যেমনঃ দু হাতে কাপড় ঠিক করা] এতটুকু বলা যথেষ্ট নয়


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৮
218148
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান!
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১০
218152
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আমার ব্লগ নেমটি পরিবর্তন এর জন্য কী করতে পারি? আমি কি এ বিষয়ে পোষ্ট দিবো?
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
218153
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সরি সালামের জবাব দেয়া হয়নি! অলাইকুমুস সালাম।
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
218271
আবু সাইফ লিখেছেন : ১৯. মতামত, সমস্যা, ফীডব্যাক

- ব্লগ সম্পর্কে যে কোন মতামত, অভিযোগ অথবা সমস্যার কথা আপনি ব্লগ কতৃপক্ষকে জানাতে পারেন ‘মতামত ও সমস্যা’ বাটনটি ব্যাবহার করে। বিশেষত: কোন পোষ্ট অথবা মন্তব্য যদি আপত্তিকর মনে হয় তাহলে স্বতন্ত্র পোষ্ট না দিয়ে অনুগ্রহ করে 'মতামত ও সমস্যা' বাটনটি ব্যাবহার করুন।


"আপনার ফীডব্যাক প্রেরিত হয়েছে"

- এ লেখাটি আসলে বুঝা যাবে আপনার ফীডব্যাকটি যথাযথভাবে পাঠানো হয়েছে। যদি পরামর্শ অথবা অভিযোগগুলো গ্রহণযোগ্য হয় তাহলে মডারেশন বোর্ড দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবে। মডারেশন বোর্ড এ ফীডব্যাকগুলো নিয়মিত পর্যালোচনা করে থাকে।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:০২
218368
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______শুকরিয়া!
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৪
218387
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ফিডব্যাক বাটন পেয়েছি এবং সেখানে আমার সমস্যা লিখে পাঠিয়েছি। প্রতিউত্তর এসেছে "আপনার ফিডব্যাক প্রেরিত হয়েছে" কিন্তু আপানার কথিত "মতামত ও সমস্যা" বাটন তো পাইনি!
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৩
218662
আবু সাইফ লিখেছেন : ঐ একটাই সব
274106
১৪ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৮
আফরা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:০২
218369
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : জাযাকুমুল্লাহু খাইরান।
274138
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ,খুব ভাল লাগল
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:০৩
218370
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File