জাগ্রত কবি মুহিব খান-এর একটি সংগীত!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৩ অক্টোবর, ২০১৪, ১০:০১:২৭ রাত



মুহাম্মাদের নিন্দা ছড়ায় কোন হারামীর

বেটা?

ধইরা তারে মাজায়- ঘাড়ে মুগুর

দিয়ে পেটা।

ধর্মদ্রোহী নাস্তিকেরা

বাড় বেড়েছে বড্ড এরা

ভিনদেশিদের দাস- দাসী সব, প্রভুর চরণ চাটা

ওই ছাগুদের কান কেটে দে, চান্দিতে মার

ঝাঁটা।

জাগরে সবাই বজ্র রোষে

তীব্র জোশে ওঠরে ফুঁসে

দ্বীন ঈমানের দেখতে সুদিন জ্বলছে যাদের

গা- টা

মুসলমানের দেশ থেকে ওই পরগাছাদের ছাটা।

ওই প্রগতির অন্তরালে

ব্যস্ত ওরা ঘৃণ্য চালে

তাল মেলাতে ওদের তালে দেখতো লাফায়

ক্যাঠা?

আয় নিয়ে আয় দা লাঠি বাঁশ খুন্তি শাবল

ট্যাঁটা।

মুসলমানের রাষ্ট্রে বসে

ধর্ম নিয়ে হিসাব কষে

ওই শালাদের কে দিয়েছে এত্তো বুকের

পাটা?

সব

শালারে ঠেঙ্গা মেরে জাহান্নামে পাঠা।

খুব হয়েছে! এবার যদি-

শাস্তি না হয়, জ্বলবে গদি

ভয় কি তোদের! আজকে ভয়ের সব দরোজাই

আঁটা

বাঁচতে হলে কাঁটার জোরেই

তুলতে হবে কাঁটা।

ধর্মনিরপেক্ষতা আজ

ধর্মগ্রাসের তিক্ত আওয়াজ

কণ্ঠ চেপে ধর শালাদের আর দিবি না ভাটা

আর দেরি নয়, থাকতে সময় হাড্ডি ওদের

ফাটা।

দেশকে নিয়ে খেলছে ওরাই

ওদের সাথেই আজকে লড়াই

আয় ছুটে আয় এক সাথে সব, এক পথে ধর হাঁটা

প্রাণ খুলে তাকবীর ধ্বনি দে, হাঁক

জোরে কালমা-টা।

ধর্ম নিয়ে পেঁচগি বাধায়

কোনখানে কোন হারামজাদায়

এ বলো আর সে বলো সব এক কাঁঠালের আঠা

সব কটাকে লাত্থি মেরে দেশ থেকে আজ

হঠা।

বিষয়: বিবিধ

৩২২০ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271237
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৫
আফরা লিখেছেন : ধন্যবাদ ভাইয়া জাগ্রত কবি মুহিব খান এর জাগ্রত গান শুনতে ভালই লাগে ।
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৪
216040
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। ঈদ মোবারক!
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩১
218881
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Applause Applause Applause আফরামণি মুহিব খান এর শুনেন নাকি? :Thinking :Thinking
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৫
218911
আফরা লিখেছেন : জী ভাইয়া শুনি তো মাঝে মাঝে উনার একটা গান আছে না কেন ???????????? আমার কাছে খুব ভাল লাগে ।সূর্যের পাশে হারিকেন ভাইয়া @
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৩
218940
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছোট্টপুনি.......... এটাতো আমারও খুবি প্রিয় গান......


মুহিব খানের প্রায় সব গানই সুন্দর ও পছন্দের।
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১১
218955
আফরা লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।সূর্যের পাশে হারিকেন @
১৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৮
219513
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ভাই আপনাকে বিশেষভাবে অশেষ ধন্যবাদ!
271244
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:১৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


১৪৮-১৪৯) মানুষ খারাপ কথা বলে বেড়াক, এটা আল্লাহ পছন্দ করেন না৷ তবে কারো প্রতি জুলুম করা হলে তার কথা স্বতন্ত্র ৷ আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন৷ (মজলুম অবস্থায় তোমাদের খারাপ কথা বলার অধিকার থাকলেও) যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে সতকাজ করে যাও অথবা কমপক্ষে অসতকাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহও বড়ই ক্ষমা-গুণের অধিকারী৷ অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন৷


[[এ আয়াতে মুসলমানদের একটি অত্যন্ত উন্নত পর্যায়ের নৈতিক শিক্ষা দান করা হয়েছে।
সে সময় মুনাফিক, ইহুদী ও মূর্তি পূজারী সবাই একই সংগে সম্ভাব্য যাবতীয় উপায়ে ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্ট করার ও ইসলাম গ্রহণকারীকে কষ্ট দেবার ও হয়রানী করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই নতুন আন্দোলনটির বিরুদ্ধে এমন কোন নিকৃষ্টতম কৌশল ছিল না যা তারা অবলম্বন করেনি। কাজেই মুসলমানেদের মধ্যে এর বিরুদ্ধে ঘৃণা ও ক্রোধের অনুভুতি সৃষ্টি হওয়া একটা স্বাভাবিক ব্যাপার ছিল।
তাদের মনে এই ধরনের অনুভূতির প্রবল জোয়ার সৃষ্টি হতে দেখে আল্লাহ বলেন, তোমাদের খারাপ কথা বলা ও অশ্লীল বাক্য উচ্চারণ করা আল্লাহর কাছে কোন পছন্দনীয় কাজ নয়। তোমরা মজলুম, এতে সন্দেহ নেই। আর মজলুম যদি জালেমেদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে, তাহলে তাদের সে অধিকার আছে। কিন্তু তবুও প্রকাশ্যে গোপণে সর্বাবস্থায় ভাল কাজ করে যাওয়া খারাপ কাজ পরিহার করাই উত্তম । কারণ তোমাদের চরিত্র আল্লাহর চরিত্রের নিকটতর হওয়া উচিত। তোমরা যার নৈকট্য লাভ করতে চাই তার অবস্থা হচ্ছে এই যে, তিনি অত্যন্ত ধৈর্যশীল ও সহিষ্ণু। মারাত্মক অপরাধীদেরও তিনি রিযিক দান করেন এবং বড় বড় পাপ ও ত্রুটি-বিচ্যুতি ও তিনি ক্ষমতা করে দেন। কাজেই তাঁর নিকটতর হবার জন্য তোমরাও উচ্চ মনোবল, বুলন্দ হিম্মত ও উদার হৃদয়ের অধিকারী হও]]



১৫০-১৫১) যারা আল্লাহ ও তাঁর রসূলদের সাথে কুফরী করে, আল্লাহ ও তাঁর রসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কাউকে মানবো ও কাউকে মানবো না আর কুফর ও ঈমানের মাঝখানে একটি পথ বের করতে চায়, [b]তারা সবাই আসলে কট্টর কাফের ৷ আর এহেন কাফেরদের জন্য আমি এমন শাস্তি তৈরী করে রেখেছি, যা তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করবে৷ [/b]


অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪০
216029
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আর মজলুম যদি জালেমেদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে, তাহলে তাদের সে অধিকার আছে। কিন্তু তবুও প্রকাশ্যে গোপণে সর্বাবস্থায় ভাল কাজ করে যাওয়া খারাপ কাজ পরিহার করাই উত্তম । কারণ তোমাদের চরিত্র আল্লাহর চরিত্রের নিকটতর হওয়া উচিত। তোমরা যার নৈকট্য লাভ করতে চাই তার অবস্থা হচ্ছে এই যে, তিনি অত্যন্ত ধৈর্যশীল ও সহিষ্ণু। মারাত্মক অপরাধীদেরও তিনি রিযিক দান করেন এবং বড় বড় পাপ ও ত্রুটি-বিচ্যুতি ও তিনি ক্ষমতা করে দেন। কাজেই তাঁর নিকটতর হবার জন্য তোমরাও উচ্চ মনোবল, বুলন্দ হিম্মত ও উদার হৃদয়ের অধিকারী হও]________অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা! শুকরিয়া জনাব! ঈদ মোবারক!
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৩
216031
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______আবু সাইফ ভাই আমার নিকটি থেকে ব্লগার শব্দটি কেটে ফেলতে চাই এ বিষয়ে একটু সহযোগিতা করবেন কী?
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
216044
আবু সাইফ লিখেছেন : মডারেশনটীমকে ইমেইল করলে তাঁরা আপনাকে নিক পরিবর্তনে সাহায্য করবেন আশা করি!

আবারও ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
Praying
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৪
217903
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ইমেইল করেছি দুবার। কোনো উত্তর পাইনি! আপনার সহযোগিতা চাই।
১৪ অক্টোবর ২০১৪ রাত ০১:৫১
218027
আবু সাইফ লিখেছেন : একবার না পারিলে দেখ শতবার-

হয়তো আর কয়েকবার করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ.
271245
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:২৭
আবু সাইফ লিখেছেন : ওহ্‌হো-
কবিতার জন্য মোবারকবাদ জানানো বাদ পড়ে গেছে-(দুঃখিত)

কবিতাটি অসাধারণ হয়েছে শব্দ ও ছন্দের বুননে,
ভাব ও ত্যেজের বিচ্ছুরণে
রক্তে শিহরণ জাগায়

কবির জন্য প্রাণঢালা দোয়া
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪১
216030
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _________ভালোবাসা রইলো! ভালো থাকা হয় যেন!
271269
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৪:১৫
কাহাফ লিখেছেন :
জাগ্রত কবি মুহিন খানের কবিতার প্রতিটা পরতে পরতে ছড়িয়ে থাকে ইসলামের প্রতি-সমাজের প্রতি অগাধ ভালবাসা আর ইসলামবিদ্বেষীদের প্রতি ঘৃণার পাহাড়।
আল্লাহ তায়ালার কাছে তার দীর্ঘায়ু ও সুস্হ্যতা কামনা করি।
অনেক ধন্যবাদ আপনাকেও।
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২১
216034
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। ভালো থাকা হয় যেন! ঈদ মোবারক!
274912
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভিডিও কয়? Crying
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৪
218927
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : নেই ভাই
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৯
218959
পবিত্র লিখেছেন : আমিতো ভিডিও আছে মনে করেই শিরোনাম দেখার সাথে সাথেই ঢুকে পড়লাম। এসে দেখি.....!Surprised
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
218995
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্রমাণ দিলেন আপনিও আমার মতোই বোকা...... I Don't Want To See I Don't Want To See @পবিত্রপু
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
219004
পবিত্র লিখেছেন : আমিতো জানতাম আপনি অলসের রাজা। Tongue Tongue
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
219007
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দুটোই Talk to the hand Don't Tell Anyone Rolling Eyes
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
219034
পবিত্র লিখেছেন : হায়রে! আমাদের মোমবাতি ভাবীর কি যে হবে? Tongue
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
219035
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমার চিন্তা কেউ করে নাহ্ Crying Crying সবাই মোমবাতির কথাই ভাবে Broken Heart Broken Heart হায়রে আমার কপাল Surprised Surprised
274980
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৯
পবিত্র লিখেছেন : ভিডিও হলে বেশী ভালো লাগতো। Good Luck Good Luck
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
218996
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Surprised Surprised Broken Heart Broken Heart
279771
৩০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
ইসলামী দুনিয়া লিখেছেন : মুহিব খানে গানের এলবামগুলো কোথায় পাই? একটু লিংক সহ জানাবেন?
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৭
223664
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____নেটের লিংক জানা নেই তবে সিডি পাবেন বাইতুল মোকাররম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File