লাইত্ত্যাল কাজ্জাবকে নিয়ে কিছু কথা!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০২ অক্টোবর, ২০১৪, ০৫:০০:১৫ বিকাল



_______দু'পা ফ্রি করে লাইত্ত্যাল কাজ্জাবকে সমানতালে লাইত্যাও।

_______আল্লাহর রাসূল

সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন_ "যে ব্যক্তিকে অসুস্থতা, অত্যচারী বাদশাহ্

বা প্রকাশ্য প্রয়োজন

বাধা না দেওয়া সত্ত্বেও হজ্জ সম্পাদন করল

না সে যেভাবে ইচ্ছা মরুক,

ইহুদী হয়ে বা নাসারা হয়ে। (তাতে আমার

যায় আসে না।)’’

।।।_______সামর্থ‬ থাকা সত্ত্বেও হজ্জ্ব পালন না করলে যদি এমন ঘৃণিত পরিণতি হতে পারে। তবে মিঃ লাইত্ত্যা কাজ্জাব(লতিফ সিদ্দীকী) এর কুফুরী প্রলাপ ওকে কোথায় নিয়ে যাবে??? তা আল্লাহ সুবহানাহু অতায়ালাই ভালো জানেন। নিচের হাদিসটি পড়ে লাইত্ত্যা কাজ্জাব এর অবস্থাটা একটু নির্ণয় করে দেখুন।

আবু হোরাইরা (রা.)

থেকে বর্ণিত, তিনি বলেন,

আল্লাহর

রাসূল

সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম

আমাদের উদ্দেশ্যে প্রদত্ত এক

ভাষণে ইরশাদ করেছেন, ‘‘হে মানব মন্ডলী!

আল্লাহ্ তা’আলা তোমাদের উপর

হজ্জকে ফরজ করেছেন।

সুতরাং তোমরা হজ্জ্ব পালন কর।’’

হজ্জ সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘‘হযরত আবদুর

রহমান ইবনে সাবিত (রাহ.) থেকে বর্ণিত,

তিনি বলেন, আল্লাহর

রাসূল সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লাম এরশাদ করেন,

যে ব্যক্তিকে অসুস্থতা, অত্যচারী বাদশাহ্

বা প্রকাশ্য প্রয়োজন

বাধা না দেওয়া সত্ত্বেও হজ্জ সম্পাদন করল

না সে যেভাবে ইচ্ছা মরুক,

ইহুদী হয়ে বা নাসারা হয়ে। (তাতে আমার

যায় আসে না।)’’

____ লাইত্ত্যা কাজ্জাব (লতিফ সিদ্দিকীর) নতুন নামকরণ। কারণ, লতিফ আল্লাহর ছেফাতি নাম। আর সিদ্দীক অর্থ সত্যবাদী। এই দুটি নামের কোনোটির মানেই তার মাঝে নেই। তাই তার নতুন নামকরণ লাইত্ত্যা কাজ্জাব এর মানে হলো_ ভণ্ড, মিথ্যাবাদীকে সবাই দু'পা ফ্রি করে সমানতালে লাইত্যাও।

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270865
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
লাল সবুজ লিখেছেন : সরকার যদি তাকে বিচারের আওতায় না আনে তাহলে জনতার কাছে তাকে হস্থান্তর করার দাবি করছি। অনেক ধন্যবাদ
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
214876
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______ওর নিস্তার নাই! বিচার ওর হবেই, হয় সরকারের আদালতে নয়তো জনগণের আদালতে...
270866
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৭
ফেরারী মন লিখেছেন : ওরে কে কোথায় আছিস আমারে জুতা দে।
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:১৭
215000
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ________পায়ে কী জুতা নেই? তাহলে বলেন আমারটা খুলে দেই।
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:২১
215002
ফেরারী মন লিখেছেন : আমার পায়ে যেটা আছে সেটা অনেক দামি কিন্তু ওরে পুরান দিয়া দিতে হবে।
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৮
215063
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______একদম ঠিক বলেছেন আপনি। তাহলেতো মুচির কাছে যেতে হবে। হাহাহা
270867
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৮
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : পিলাচ
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৩
215055
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______ধন্যবাদ
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৪০
215064
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____পিলাচিত হয়ে আমি পুলকিত! ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck Good Luck ভালো থাকা হয় যেন!
270877
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
ইসলামী দুনিয়া লিখেছেন : শুধু ফাসি দিলেই হবে না, জনগনের সামনে ফাসি দিতে হবে লাইত্ত্যা কাজ্জাবরে।
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৩
215056
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____একমত
270980
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

লেখাটির বিষয়বস্তু ও বক্তব্য যথার্থ
তবে
নাম-বিকৃতি অনুচিত কর্ম-
এর কুফল থেকে আত্মরক্ষা কাম্য


অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:০৭
215348
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ____সুন্দর বলেছেন। আল্লাহ আমাকে হেফজত করুন অন্যায় থেকে। দোয়ার দরখাস্ত! সতত সুন্দর থাকবেন।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File