আদর্শ!Good Luck

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫৫:১৮ রাত



আদর্শ বিমূর্ত,

আদর্শকে দেখা যায় না সত্য,

তবে আদর্শবান মানুষের কর্মপাতায়,

আদর্শকে জীবন্তরূপে দেখা যায়।

মানুষের প্রার্থনায়,

মানুষের স্বভাবে,

মানুষের জীবনাচরণে,

দৈনন্দিন মানুষের কার্যকরণে,

আদর্শ অঙ্কিত হয়।

জীবন্তরূপে তাই

দৃষ্টান্ত হয়ে রয়।

বিষয়: বিবিধ

৮৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265958
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৯
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File