মায়ের জন্য ঈদ!!!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৫ জুলাই, ২০১৪, ০৮:২৮:৩৫ রাত
ঈদে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত সবাই। নাড়ীর টানে গ্রামে যাচ্ছে শহরের মানুষ। আমিও তার ব্যতিক্রম নই। আত্মীয়স্বজন বিশেষ করে মায়ের টানে গ্রামে যাচ্ছি। মায়ের মমতা-ভালোবাসা ছাড়া সব আনন্দই নিরানন্দ লাগে। সব আয়োজন অপূর্ণতায় কাঁদে। আর যদি সন্তানের পৃথিবীতে মা-ই না থাকে, তবে সেই সন্তানের জীবন শুকনো পাতার মত প্রাণহীন কোনো রকম পড়ে থাকে।
মা জননী ঈদে পুরোনো কাপড় ধুয়ে পরিধান করে, মিথ্যা সান্তনায় সন্তানকে খুশি করে। ঈদে সন্তানকে দেখতে চায় মা নতুন ভাবে। নতুন পোশাকে সন্তানকে দেখে হৃদয়টা জুড়িয়ে যায় মায়ের। সন্তানদের মুখে হাসি ফুটলে আর কোনো দুঃখ থাকেনা মা জননীর।
সেই ছোটকাল থেকে দেখে আসছি মা শুধু দুঃখ-কষ্ট সহ্য করেই সুখ খুঁজে নিয়েছেন। চরম অভাবের মাঝেও মা আমার অটল ধৈর্য নিয়ে সব কষ্ট সহ্য করে নিতেন। বড় হয়ে মায়ের কষ্টগুলো প্রতি মুহূর্তে অনুভব করছি। মায়ের ভালোবাসা ও ত্যাগের চরম পরাকাষ্ঠার কথা শুনে শুনে হৃদয় আমার দুমড়ে মুচড়ে যায়!! যখন নির্জনে, নিরালায় বসে ভাবি মায়ের কথা,তখন নেত্র পানি দু'গণ্ড বেয়ে নামে আকুলতায়। তখন প্রতিজ্ঞা করি নিজের সাথে, মায়ের জন্য আমার সবকিছু উজার করে দিবো। আজ অবধি দুঃখ দেখে এসেছি মায়ের মুখে, আর দুঃখ দেখতে চাইনা, এবারে দুঃখ-কষ্ট সব আমার হবে, মায়ের মুখে শুধু হাসি রবে।
________________________________________
_________________________________
মায়ের প্রতি কৃতজ্ঞতায় "এসো কলম মেরামত করি" গ্রন্থের শ্রদ্ধেয় লেখক আবু তাহের মিছবাহ বলেছেন_
মা, আহা কী শান্তি! মা, আহা কী প্রশান্তি! মা, তুমি গাছের ছায়া, মেঘের ছায়া! না না, তুমি অন্য কিছু। তুমি ফুলের হাসি, চাঁদের হাসি! না না, তুমি অন্য কিছু।
তুমি মমতার ছবি, আমার মুখের হাসি তোমার মুখে আনে উদ্ভাস! আমার চোখের পানি তোমার চোখে আনে অশ্রুর আভাস!
আমার ক্ষুধা পেলে সবার আগে তুমি বোঝো! কীভাবে মা? আমি না খেলে তুমিও অনাহারে থাকো!
কেন মা? আমি অসুস্থ হলে উৎকণ্ঠায় তুমি রাত জাগো! কেন মা? তোমার আঁচলের ছায়ায় এত শান্তি কেন মা!
আকাশে পূর্ণিমার চাঁদটি দেখে তোমার মুখটি কেন মনে পড়ে মা! ব্যথা পেলে, কাঁটা বিঁধলে তোমায় কেন ডেকে উঠি মা! তুমি কে মা?
তুমি কী মা! তুমি কি আকাশ থেকে ঝরা করুণা! তুমি কি ঝির ঝির বয়ে যাওয়া ঝর্ণা! মা নামটি তোমায় কে দিলো মা! মা!! মা!!!
তোমার সঙ্গে আমার কিসের বন্ধন মা! নাড়ির! দুধের! বেদনার! আর্তচিৎকারের! কিসের বন্ধন মা! জান্নাতের! আমার জান্নাত কোথায় মা! আসমানে! তোমার কদমের নীচে! একটু ছুঁয়ে দেখবো মা, তোমার পাক কদম!
কত কষ্ট সয়েছো মা আমাকে গর্ভে ধারণ করে, আমাকে প্রসব করে, আমাকে লালন-পালন করে। আরো কত কষ্ট সইবে মা! কীভাবে তোমার প্রতি আমার হৃদয়ের কৃতজ্ঞতা জানাবো মা!
_________________________________________________
________________________________________
মায়ের জন্য ঈদ!!! আর আমার জন্য ঈদের শ্রেষ্ঠ উপহার "মা'', মায়ের ভালোবাসা। মা আছে বলেই ঈদকে ঈদ মনে হয়। যে বন্ধুদের মা নেই, তাদের জন্য আমার মায়ের পক্ষ থেকে রইলো মমতা, আর আমার পক্ষ থেকে রইলো হৃদয় নিংড়ানো ভালোবাসা ও স্বপ্ন আশা। ভালো থেকো বন্ধু।
বন্ধু ঈদ মোবারক!!!
তোমার আমার বাড়িতে রইলো আমার তোমার দাওয়াত।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন