"হৃদয় উঠোনে কিছুক্ষণ"...
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৪:২৬ রাত
আমি স্বপ্নের গায়ে চড় ছুড়ে দিয়ে
তোমায় বসিয়েছি স্বপ্নের পাতায়!
তুমিহীন অজস্র স্বপ্নের মাঝেও
আমি পাইনি নিরন্তর গতি,
অথচ যখন তোমাকে স্বপ্নে পাই,
তুমি গতির ঝড় উঠাও আমার হৃদয়ে!!!
যখন তুমি স্বপ্নে উঁকি দাও
তখন তোমার মখমলতায় হারাতে চায়
আমার মন, কারণ-অকারণ!
তাইতো আবেগে করি আমি তোমাতে বিচরণ!
ভালোলাগার পরশ পেতে!
তোমার ঐ সুদীর্ঘ পথে-
আমি উদোম পায়ে হাঁটি দিনরাত...
হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়ি,
তখন তোমাতেই ঘুমিয়ে পড়ি...!!!
সোনালি বিকেলের স্নিগ্ধতায়
যখন জেগে উঠি,
তখন সেই বিকেলটুকুকে স্মৃতির পাতায়
আলাদা করে রাখি।
তোমাতে আমাতে সুখের স্বপ্ন আঁকি!
দুজনের কেউ কাউকে ছুঁইনা,
একটু স্পর্শও করিনা!
অথচ কি অদ্ভূত! কি মুগ্ধতায়!
পায়চারি করি একে অপরের
হৃদয় উঠোনে নিরন্তর...
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন