স্বপ্ন দেখার অধিকারটুকু চেয়ে নিলাম।

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৩ আগস্ট, ২০১৩, ১০:১৩:২৪ রাত

কখনো কখনো

তোমাকে নিয়ে স্বপ্ন দেখে

তোমার অপেক্ষায় থাকে মন!

কিন্তু বৃথাই এ অপেক্ষার প্রহর!

কারণ, কখনো কখনো

পূরণ হয়না কিছু স্বপন।

দিন যত যায়

তোমাকে নিয়ে দেখা

মসৃণ স্বপ্নগুলো কাঁটাযুক্ত হয়!

হৃদয় ফুঁড়ে ক্ষতবিক্ষত করে,

হয় অবিরাম রক্তক্ষরণ!

প্রেমে জড়াতে চাইনি

তাই জড়াইনি।

তবে দূর থেকে-

তোমাকে ভালোবেসে কাছে পেতে

তোমাকে ছুঁয়ে দিতে চাইছে আমার এ হৃদয়!

সেটা মিথ্যে নয়!

বিবাহ পূর্ব প্রেম, করবো না!

কথা দিলাম।

শুধু দূর থেকে,

তোমাকে নিয়ে স্বপ্ন দেখার

অধিকারটুকু চেয়ে নিলাম।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File