“আমার প্রার্থনা”

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২২ আগস্ট, ২০১৩, ০৯:১৫:৩১ রাত



হে রব!

হে করুণার আধার!

রহমত বর্ষণ করো হৃদয়ে আমার

প্রাণ হউক ঊর্বর।

হে খালিক!

হে রাজ্জাক!

আমাকে সৃষ্টি করেছো, রিজিক দিয়েছে তুমি

তাই কৃতজ্ঞচিত্তে অবনত আমি।

হে মালিক!

হে প্রতিপালক!

কেবল তোমারি গুণগান গাই

কেবল তোমারি কৃপা চাই।

হে রহীম!

হে রহমান!

আমাকে করো তুমি দয়া অফুরাণ

সর্বদা করি আমি তোমাকে স্মরণ।

হে খোদা!

হেদায়েতের পথে রাখ আমায় অটল,অবিচল।

সত্যের পথে চলতে

দাও ঈমানী জোশ, হৃদয়ে বল।

হে প্রভু!

আমি যেন তোমাকে ভুলিনাকো কভু!

আমার জীবনপ্রদীপ হবে যখন নিভুনিভু

আমি পাপী, ঈমানী মউত দিও তবু।

হে অসীম!

হে মহামহিম!

আমাকে দিয়েছো তুমি অগনিত নেয়ামত!

পরকালেও দিও নাযাত।

তোমার দরবারে

আবেদন-নিবেদন

করি বারবার,

রব্বানা আতিনা

ফিদ্দুনিয়া হাসানাতাও

অফিল আখিরাতি হসানাতাও

ওকীনা আযাবান নার।

বিষয়: বিবিধ

১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File