আগ্রাসী আড়িয়াল খাঁ!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২২ আগস্ট, ২০১৩, ১০:৩৮:২৬ সকাল





ভেঙ্গেছে নদীর পার ভেঙ্গেছে বহু বাড়ি

সর্বস্বান্ত হয়েছে অসংখ্য পরিবার

কি দিন, কি রাত, সব প্রহরেই

আড়িয়াল খার ভয়াল আগ্রাসনে

মানুষ সর্বদা সন্ত্রস্থ, ভয়ে বিহব্বল!

বাঁচা মরার সংগ্রামে যুদ্ধ করে

কচুরি পানার মত বেঁচে আছে

সবকূল হারা বেদনায় ভরা,

নদী ভাঙ্গনের দুখী মানুষ।

নদী ভাঙ্গনের মানুষ

আজ বড় অসহায়!

একটু সাহায্যের আশায়,

একটু মুক্তির অসীম নেশায়!

এগ্রাম থেকে ওগ্রামে তারা

দিনভর ঘুরে বেড়ায়।

প্রকৃতির নিষ্ঠুর আচরণ!

আড়িয়াল খার ভাঙ্গন,

হয়না কখনো শেষ!

এপার ভাঙে তীব্রতায়

হঠাৎ কখনো বন্ধ হয়,

কিন্তু নাহ, দেখি অসহায় চোখে

ওপারের অবিরাম ভাঙ্গন!

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File