প্রস্ফূটিত হতে চাই...
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৭ আগস্ট, ২০১৩, ১২:৩১:০২ দুপুর
আমি সাজিদ আল সাহাফ বলছি-
হে আমার ব্লগের বন্ধুরা!
কেমন আছ তোমরা?
আশা নয় বিশ্বাস, নিশ্চয়ই ভালো?
নবাগত আমি আছি- চন্দ্রালো।
টুডে ব্লগে যুক্ত হয়ে
আমি দারুণ আশান্বিত,
নিজেকি বিকশিত করতে।
কারণ, (আমি এবং আমার)
এই শব্দ দুটিকে আমি খুবই পছন্দ করি,
হৃদয়ে ধারণ করি, বহন করি, এবং
সংযোজন-বিয়োজন করি।
এভাবে আমার আমিকে সংস্কার করে,
আমি খুঁজে পাই - আমার নতুন আমিকে।
আমি খুঁজে পাই আমার নতুন সত্তাকে।
আমি বিশ্বাসি আমাকে নিয়ে,
কারণ আমি চাই- আমাকে বদলাতে,
আমাকে পরিবর্তন করতে।
আমি জানি- আমি অন্যকে বদলাতে পারবোনা,
অন্যকে পরিবর্তন করতে আমি অপারগ...!
আমি আমাকে বদলে দিয়ে,
আমার চিন্তা চেতনাকে সুপরিবর্তন করে,
পারি আমার জীবনকে বদলে দিতে।
তাই টুডে ব্লগে সদ্য ফোটা কলি আমি
প্রস্ফূটিত হতে চাই-
ব্লগের প্রতিটি পাতায়-পাতায়।
স্বপ্ন পূরণের সেই আশায়,
রফালাম আজ এ বেলায়।
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন