# একটি সাক্ষাৎকার
লিখেছেন লিখেছেন বাকঝাল ০৪ মার্চ, ২০১৫, ১২:৩৭:৪৮ দুপুর
মানবাধীকার দেখতে কেমন
গোল নাকি চেপ্টা?
কর্তা বলেন তাইতো
ভাবা হয়নি ব্যাপারটা।
মানবাধীকার খেতে কেমন
টক নাকি মিষ্টি?
কর্তা এবার নাড়লেন ঘাড়
চেটে দেখা হয়নি!!
মানবাধীকার থাকে কোথায়
আকাশে না পাতালে?
আশে পাশে আছে কোথাও
দেখতে পারেন গোয়ালে।
কয়টা লাশ পড়লে দিনে
মানবাধীকার হয় ক্ষুন্ন?
কর্তা ভীষণ রাগলেন এবার
প্রশ্ন কি নাই অন্য!
ঠিক আছে ঠিক আছে,
বলুন দেখি কিসের বলে ছাগল নাচে?
হাসতে হাসতে কর্তা এবার
শুনবে লোকে পাছে।
আচ্ছা তবে রাখলাম আজ
প্রশ্ন করা শেষ
গোফ নাড়িয়ে কর্তা এবার
ধরলেন সুশিল বেশ।
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলে গেল মটকা
যে খায় গাঁজা
সে হয় রাজা।
মিজান হলো বাঁজা
খাওয়ায় আরো গাঁজা!!
মন্তব্য করতে লগইন করুন