# মুরগি কবিরের পেটে ডিম

লিখেছেন লিখেছেন বাকঝাল ০৩ মার্চ, ২০১৫, ০৬:১১:৫৭ সন্ধ্যা



মুরগি যখন খ..খ করেছে

আন্ডা নিশ্চয় পাড়বে

মোরগ ভাবছে ভুল করেছে

পাড়া ছেড়ে ভাগবে।


উনুনে তেল হচ্ছে গরম

মুরগি তোর কিসের শরম

আন্ডা পেড়ে দে

দেশে আজ হট্টোগোল

খাইয়ে দে ডিমের ঝোল

একটু হিচকা দে।

দে বলে দে

কোন মোরগে

বাড়াল তোর ঋণ

কি কারনে

তোর পেটে

আসল এমন ডিম।


( বি.দ্র. অভিজিত মারা যাওয়ার আড়াই ঘন্টা আগে থেকেই মুক্তমনা ব্লগ বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন শাহরিয়ার কবির। )

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307081
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
307107
০৩ মার্চ ২০১৫ রাত ০৯:১১
শেখের পোলা লিখেছেন : তাহলে তো অভিজিতের মৃত্যু হবে তার জানা ছিল৷ ওনাকে রিমাণ্ডে নেওয়া যায়না?
307110
০৩ মার্চ ২০১৫ রাত ০৯:৩৭
আবু জান্নাত লিখেছেন : ভাই তাকে মুরগী কবীর বলা হয় কেন? জানাবেন প্লিস!
০৪ মার্চ ২০১৫ রাত ১২:৩১
248457
মাটিরলাঠি লিখেছেন : মুরগী কবীর দিয়ে গুগুলে সার্চ দিলে বিষয়টি নিয়ে অনেক কিছু জানতে পারবেন। নীচে ৫নং কমেন্ট দেখুন।
307122
০৩ মার্চ ২০১৫ রাত ১০:১৬
অষ্টপ্রহর লিখেছেন : এটা কি বয়েলার মুরগী!?
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:৩৩
248493
বাকঝাল লিখেছেন : আগে আন্ডাটা বের হতে দেন, তাপর চেক করুম বয়লার কিনা
307131
০৪ মার্চ ২০১৫ রাত ১২:২৬
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:৩৪
248494
বাকঝাল লিখেছেন : হুম, সেটা আগে দেখেছিলাম, খুব ভাল ধোলাই হইছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File