# বিচার তোমার হতেই হবে

লিখেছেন লিখেছেন বাকঝাল ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৭:৪০ দুপুর



যেখানেই যাও তুমি শত সহস্র মাইল দূরে

সাতান্নটা প্রাণ দেখবে তুমি ঘুরে ফিরে

ছাড়ছেনা তোমাকে, কোন মতেই ছাড়ছেনা

পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।

যে রূপেই থাক তুমি মানব কিংবা দানবে

যত শক্তি হোক তোমার অসূরের সৌরভে

পাচ্ছনা রেহায় তুমি, কোন মতেই পাচ্ছনা

পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।


জ্যান্ত হোক মৃত হোক, পঁচে গলে পোকা হোক

হোক শষাণ-কবর হোক, যেভাবেই ছক করা হোক

হচ্ছেনা অবসান, সাতান্নটা প্রাণ কিছুতেই ছাড়ছেনা

পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।

বিচার তোমার হতেই হবে, হোক যেখানে যেভাবে

শত সহস্র বছর পর হলেও কাটগড়াতে তোমাকে দাঁড়াতেই হবে

এই মাটির সাথে বেঈমানির প্রতিদান তুমি এড়াতে কোনমতেই পারছনা

পিলখানা পিলখানা পিলখানা, পিলখানা তোমাকে ছাড়ছেনা।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306076
২৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২১
অষ্টপ্রহর লিখেছেন : বাংলার মাটিতে এই নরকীয় হত্যাকান্ডের বিচার হতেই হবে।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
247735
বাকঝাল লিখেছেন : ইনশাআল্লাহ
306090
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
247736
বাকঝাল লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন
306095
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২২
হতভাগা লিখেছেন : উনাকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছেন বিচারক
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৬
247737
বাকঝাল লিখেছেন : মইজ্্যারে লোক দেখানে আটক করছিল ৭১এ
306115
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৮
এ,এস,ওসমান লিখেছেন : বাঙ্গালি স্বজনপৃতি হতে পারে কিন্তু ভাই এর প্রতিশোধ নিতে কখনও ভুলে না। অপেক্ষায় আছি এর বদলা নেওয়ার।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৭
247738
বাকঝাল লিখেছেন : ইনশাআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File