# লাল দেয়াল ডাকছে তোকে
লিখেছেন লিখেছেন বাকঝাল ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:০২:৫৬ দুপুর
লাল দেয়াল ডাকছে তোকে
আয়রে মান্না আয় আয় আয়।
আর না টকশো আর না
ডিসিসি নির্বাচন তাও না।
নাগরিক ঐক্যের যন্ত্রনা
সরকার আর সইছেনা।
যারা তোমায় সাহস দিয়েছে দেখবে এবার নাই।
লাল দেয়াল ডাকছে তোকে
আয়রে মান্না আয় আয় আয়।
কে বলেছে ভাবতে ভাল দেশের
কে বলেছে কর প্রতিবাদ ত্রাশের।
ড. কামাল তল পেলনা
তুমি মান্না কোন শেয়ানা।
আওয়ামিলীগ ছাড়লে পরে আর চেতনার অধীকার নাই।
লাল দেয়াল ডাকছে তোকে
আয়রে মান্না আয় আয় আয়।
বাঘে ধরলে ছাড়তে পারে হাসিনা কিন্তু ছাড়েনা
সুরঞ্জিত বিলাই বলল যখন কেন তুমি বুঝলেনা।
কেন তুমি বারে বারে ভুল করেছ ফোন ধরে
কোন সে সেনা নাম জাননা কইলে কথা আপন করে।
বুঝবে এবার সুবোধ থাকার কোন মূল্য নাই।
লাল দেয়াল ডাকছে তোকে
আয়রে মান্না আয় আয় আয়।
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মান্নার হয়ত হবে না
সেখানে যারা যায়
তারা আর সাধারন নেতা থাকে না
এবার করো কান্না!
কিছুতেই থামবেনা
ন্যায়ের পক্ষে কথা বলে - কেউ যখন অন্যায়ের শিকার হয় - পাবলিকলী আমরা আর তার পক্ষে থাকতে পারিনা।
তো এ জাতির দাসত্ব ঘুচাবে কিভাবে?
মাহমুদুর রহমান কে দেখলাম
পিয়াস করিমকে দেখলাম
আর আজ মাহমুদুর রহমান মান্নাকে দেখছি
শিবির মারা পড়লে প্রশ্ন করে শিবির করে কেন? রাস্তায় গেল কেন, হরতাল ডাকল কেন এসব প্রশ্ন, দূর্বর এর দোষ সব
মন্তব্য করতে লগইন করুন