খোকা আর হাজাম চাচার বিরোধ

লিখেছেন লিখেছেন বাকঝাল ১৩ মার্চ, ২০১৪, ০৩:৪০:৪৩ দুপুর



এইতো আমার লক্ষি সোনা

এদিক আসো দেখি

এইযে দেখ চললেট দেব

হাজেম চাচা ডাকি।

না না তা হবেনা

মিথ্যে বলছ তুমি

তোমার হাতে অন্য কিছু

আমি কিন্তু জানি।


মিষ্টি কথায় কাজ হবেনা

দুষ্টু হতচ্ছরা

চাপকে দাত ফেলে দেব

হাটবি খোড়া খোড়া।

তোমার খৎনা কর তুমি

গেলাম আমি বনে

কেও পাবেনা খুঁজে আমায়

থাকব বাঘের সনে।


(শুনলাম জয় বাবার খৎনা পর্বটা এখনো বাকি আছে ..........)

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191700
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৬
143039
বাকঝাল লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, ধন্যবাদ জানবেন
191752
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৩
সজল আহমেদ লিখেছেন : চররমম!অসাম
১৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৬
143040
বাকঝাল লিখেছেন : ধন্যবাদ সজল আহমেদ ভাই
191974
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৪৮
মাটিরলাঠি লিখেছেন : বলেন কি?
১৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৬
143041
বাকঝাল লিখেছেন : সূত্র ফেইসবুকTongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File