খোকা আর হাজাম চাচার বিরোধ
লিখেছেন লিখেছেন বাকঝাল ১৩ মার্চ, ২০১৪, ০৩:৪০:৪৩ দুপুর
এইতো আমার লক্ষি সোনা
এদিক আসো দেখি
এইযে দেখ চললেট দেব
হাজেম চাচা ডাকি।
না না তা হবেনা
মিথ্যে বলছ তুমি
তোমার হাতে অন্য কিছু
আমি কিন্তু জানি।
মিষ্টি কথায় কাজ হবেনা
দুষ্টু হতচ্ছরা
চাপকে দাত ফেলে দেব
হাটবি খোড়া খোড়া।
তোমার খৎনা কর তুমি
গেলাম আমি বনে
কেও পাবেনা খুঁজে আমায়
থাকব বাঘের সনে।
(শুনলাম জয় বাবার খৎনা পর্বটা এখনো বাকি আছে ..........)
বিষয়: বিবিধ
১৩৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন