ব্যাকরণ বইটা একটু সামলাইয়া রাখা আবশ্যক হইয়া পড়িয়াছে
লিখেছেন লিখেছেন বাকঝাল ০৮ মার্চ, ২০১৪, ১১:৪০:৪৪ রাত

ব্যাকরণ বই থেইকা লিংগ চ্যাপ্টার বাদ দেয়টা যে কি পরিমাণ আবশ্যক হইয়া পড়িল তাহা পরীক্ষার এই খাতাই যথেষ্ট বলিয়া মনে করিতেছি নচেত কোন একদিন শুনিতে পারিব রহমান কাকুর শান্তশিষ্ট ছেলেটার লিংগ কাটিয়া আনিয়া বলিবে ইহাকে বলে পুরুষ লিঙ্গ, চক্ষু মুদিয়া সেই দৃশ্য এখনই দেখিতে পারিতেছি, খাতা খানা জনৈক ফারুক মৃধার ফেইসবুক থেকে ধার করা হইয়াছে তাহাকে ধন্যবাদ না জানাইলে কার্পন্য করা হইবে বলে মনে করি, আসুন আমরা লিঙ্গ সচেতন হই, প্রসংগত উল্লেখ্য যে, বর্তমান সরকারের গত পিরিয়ডে আমরা তাদের অনেক নেতাকর্মীর লিঙ্গ বিসর্জন এর খবর পত্রিকা অথবা বাশের কেল্লা মারফত অবগত আছি, আসুন আমরা লিঙ্গ সামলিয়ে চলি তাতে দেশ এগিয়ে যাবে কোন সন্দেহ নাই
পাঠকের সুবিধার্তে মূদ্রাক্ষরে প্রমিত বাংলা ভাষায় লিখিয়া প্রকাশ করা হইল
প্রশ্ন আউট হইবার ভয়ে প্রকাশ করিলামনা, বাংলা একাদেমির নিষধাজ্ঞা আছে, শুধুই উত্তপত্র লিখিতে বাধ্য হইলাম
ঙ) এক বা একাধিক শব্দকে লিঙ্গ বলে
লিঙ্গ চার প্রকার যথা ১) পুরুষ লিঙ্গ ২) স্ত্রী লিঙ্গ ৩) ক্লাব লিঙ্গ ৫) উভয় লিঙ্গ
পুরুষ লিঙ্গ : যার কোন কিছু নেই তাকে পুরুষ লিঙ্গ বলে যেমন: বাবা, দাদা, ফুফা, মাম ইত্যাদি
স্ত্রী লিঙ্গ : যার সব আছে তাকে স্ত্রী লিঙ্গ বলে যেমন মা দাদী নানী ফুফু মামী ইত্যাদি।
ক্লাব লিঙ্গ : যে একটি ছোট জিনিস তাকে ক্লিম লিঙ্গ বলে যেমন শিশু সন্তান ইত্যাদি
উভয় লিঙ্গ : যা চলাফেরা করতে পারেনা তাকে ক্লাব লিঙ্গ বলে যেমন বই খাতা ইত্যাদি
বিষয়: বিবিধ
২৯৯০ বার পঠিত, ১১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন