দিনটা আজ কেমন কেমন
লিখেছেন লিখেছেন বাকঝাল ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:১৩:০৪ সন্ধ্যা
সাত সকালে কুত্তা ডাকে ঘেউ
টিনের চালে বিলাই উঠে মেয়াও
ভাবলাম বসে হলটা কি আজ
কুত্তা বিলাই করছেনাতো চালবাজ!
দেখতো তোরা এদিক ওদিক চেয়ে
পরিবেশটা লাগছে কেমন ইয়ে
অবশেষে খবর দিল পাড়ার পোলাপান
কুত্তা নাকি বাচ্ছা বিয়াইছে জন্মদিনের গান
তাই নাকি, তাই নাকি, কি আর আছে করার
হোক কুত্তা তবুও গাইলাম, আজ জন্মদিন তোমার
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন