সফর সঙ্গী একশ চল্লিশ
লিখেছেন লিখেছেন বাকঝাল ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৩:৩০ দুপুর
থাকেনা আজকাল হুসদিস
তোরা একটু দেখে রাখিস
বুবু ভীষণ ভয়ে আছেন
সফর সঙ্গী তাই একশ চল্লিশ।।
?
জুতা এল উড়ে উড়ে
ডিম্ব এল ঘুরে ঘুরে
লাথি উষ্ঠা সবই গেল
বাকী রইল কোন চিজ!
জানলে একটু খবর দিস।
বুবু ভীষণ ভয়ে আছেন
সফর সঙ্গী তাই একশ চল্লিশ।।
?
যাচ্ছেন বুবু জাতিসংঘে
ভাষণ দেবেন রংগে ঢংগে
ঝেড়ে আসবেন মনের বিষ
বুঝাতে চাইবেন ঊনিশ বিশ
পারলে তোরা বুঝে নিস।
বুবু ভীষণ ভয়ে আছেন
সফর সঙ্গী তাই একশ চল্লিশ।।
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন