যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল

লিখেছেন লিখেছেন বাকঝাল ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৫০:১৯ দুপুর



যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল

তোমার জালায় দেশটা আজ ভীষণ টলমল।।

Time Out

ধর্মটাকে সেকুলার বানিয়ে ঐশী পয়দা হল

তসলীমা ক্লোনে আজ শাহবাগ ভরে গেল

সবার আগে তত্বাবধায়ক কবে দেবে বল

৫ই মে গণহত্যা করে বল কি লাভ হল।

যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল

তোমার জালায় দেশটা আজ ভীষণ টলমল।।

Time Out

তুমিতো বলেছ একচুলও নড়বেনা ক্ষমতা ছেড়ে

তোমার তেজ কমেনি পাঁচ শূন্যতে নির্বাচনে হেরে

হত্যা গুম যতই কর জনতা তোমাকে কিছুতেই ছাড়বেনা

ইলিয়াস আমিনুলদের হিসেব হবে যতই কর টালবাহানা।

যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল

তোমার জালায় দেশটা আজ ভীষণ টলমল।।

বিষয়: বিবিধ

১৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File