যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল
লিখেছেন লিখেছেন বাকঝাল ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৫০:১৯ দুপুর
যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল
তোমার জালায় দেশটা আজ ভীষণ টলমল।।
ধর্মটাকে সেকুলার বানিয়ে ঐশী পয়দা হল
তসলীমা ক্লোনে আজ শাহবাগ ভরে গেল
সবার আগে তত্বাবধায়ক কবে দেবে বল
৫ই মে গণহত্যা করে বল কি লাভ হল।
যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল
তোমার জালায় দেশটা আজ ভীষণ টলমল।।
তুমিতো বলেছ একচুলও নড়বেনা ক্ষমতা ছেড়ে
তোমার তেজ কমেনি পাঁচ শূন্যতে নির্বাচনে হেরে
হত্যা গুম যতই কর জনতা তোমাকে কিছুতেই ছাড়বেনা
ইলিয়াস আমিনুলদের হিসেব হবে যতই কর টালবাহানা।
যাবার আগে ভিত্তিপ্রস্থর করে কি লাভ বল
তোমার জালায় দেশটা আজ ভীষণ টলমল।।
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন