যুদ্ধের ময়দান প্রস্তুত:এক পক্ষের জোর প্রস্তুতি,অন্য পক্ষ্ ঘুমে বিভর !!! ###একটুখানি পড়ার অনুরোধ###
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৮ নভেম্বর, ২০১৩, ১২:৫০:২১ দুপুর
ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে!হ্যাঁ,ভয়ঙ্কর অবশ্যই|রক্তের বন্যা,সারিবদ্দ লাশ,বাতাশে হাহাকার,নিরুদ্দেশ স্বজন সব মিলিয়ে বীভীষিকাময় একটি ক্ষণ আসবে বলে|হতে পারে সেই ক্ষণ কাশ্মীরের মত দীর্ঘ মেয়াদী অথবা স্বল্প সময়ের জন্য|না,একবার দানবের থাবা জাপটে ধরলে সহজে ছাড়বেনা|যারা আক্রান্ত হতে চলেছে কেন যে তাদের নির্বিকার দেখছি!এমনটা হওয়ারী কথা|নিরস্ত্র জণসাধারণ সজ্জিত গোলা বারুদের সামনে কিছু করার আছে!আছে,প্রতিবাদ করার,জীবন দেয়ার তারপর প্রতিরোধ-প্রতিশোধ|সময় বলে দেবে|
সবুজে ভরা ইসলামের পুণ্য ভূমিতে ইসলামী শক্তির উত্থান ওরা সইতে পারছেনা|তাদের তাবেদার,অনুগত কেউ ব্যাতীত দেশটাতে কেউ ক্ষমতায় আশুক এটিকে যে করেই হোক তারা প্রতিরোধ করতে বদ্ধ পরিকর|দফায় দফায় চলছে পরিকল্পনা বৈঠক|কীভাবে কী করা যায়,এযাবৎ কতদূর তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে,এই মুহূর্তে কী করা প্রয়োজন,সামনের দিনগুলীতে কীভাবে এগিয়ে যেতে হবে তাই নিয়ে চলছে তোড়জোড়|
কেন তাদের এমন খায়েশ???
ভাবনার বিষয়|ভাবতে গেলেই আতকে ওঠার মত|এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত তাদের স্বার্থ সিদ্ধির নিকট তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার মাত্র|তাদের এই অনৈতিক হস্তক্ষেপের পিছনে রয়েছে কিছু বর্বর কারণ|যেমন: ১.আওয়ামী বিরধী শক্তি ক্ষমতায় গেলে তাদের স্বার্থ লঙ্ঘিত হওয়ার আশঙ্কা|চুক্তির পরে চুক্তির মাধ্যমে তাদেরকে সবকিছু উজাড় করে দেয়ার যে নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে সেটি লঙ্ঘিত হবে|কর্তা বাবুরা প্রায় বলছেন,হাসিনা সরকার আমাদের বন্ধু|সে যাকিছু আমাদের দিয়েছে তার প্রতিদান দিতে হবে আমাদের!
২.ইসলাম পন্থী শক্তির উত্থান|বিষয়টি তখনি দাদা বাবুদের ভাবিয়ে তোলে জামায়াত যখন বিএনপির সাথে রাষ্ট্র ক্ষমতায় অধীষ্ঠিত হয়|তারা ভাবে আরেক বার জামায়াত ক্ষমতায় গেলে তাদের অবস্থান চলে যাবে একক ভাবে রাষ্ট্র পরিচালক শক্তির পর্যায়ে|এক দিকে পাকিস্তান অন্যদিকে চীনের সাথে বাংলাদেশ তাদের জন্য হুমকি হোক তাদের কাম্য নয়|তাইতো শুরু হয় "মিশন জামায়াত নিধন"|জামায়াত নেতাদের জন্য ফাঁসীর কাষ্ঠ প্রস্তুত করা হয়|কর্মী বাহিনীকে পঙ্গু করতে চলে/চলছে কিলিং অভিযান|এর মাঝে হেফাজত হঠাৎ করেই সামনে চলে আসে|তবে রাজনৈতিক অনোভিজ্ঞ দলটিকে সহজেই প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে|ইশা আন্দোলন নিয়ে তাদের মাথা ব্যাথা নেই|ইশার জামায়াত বিরধীতাকে তারা কাজে লাগাচ্ছে|কয়েকটা টিম হেফাজত-চরমোন তথা কওমী শক্তির মাঝে কাজ করে যাচ্ছে যাতে জামায়াতের সাথে তাদের সখ্যতা তৈরী নাহয়|এক্ষেত্রে বিশ্বাসগত বিরোধকে হাতিয়ার হিসেবে কাজে লাগান হচ্ছে|সফল বলব তাদের,বাহবা দিতেই হয়|
৩.বিএনপিকে পঙ্গু করতে তাদের প্লান অনেকাংশে সফল|সিনিয়র থেকে মাঠ পর্যায়ের অনেক নেতা বর্তমানে ভারতের কীড়নক হিসেবে কাজ করছে|জীবনের ভয় কার না থাকে!জীবন বাঁচল,অর্থ,ক্ষমতা পেলাম যার জন্য দল করা তবে কেন রিক্স নেবে!
কর্তা বাবুদের বাঁধা তাদের বন্ধু বিশ্ব মোঘল|ওনারা বুঝাতে চাচ্ছেন জামায়াত-হেফাজত মৌলবাদী শক্তির উত্থাণ ক্ষতিকর|কেন তাদের পক্ষ্য নিচ্ছেন?মোঘলদের মতে এ অঞ্চলে ইসলামী শক্তির উপর বল প্রয়োগ করলে তারা চরমপন্থা বেছে নেবে|তাছাড়া গ্রামীণ ব্যাংকের ওপর আওয়ামী হস্তক্ষেপ তারা কিছুতেই মেনে নিতে পারছেনা|সৌদি আরব,পাকিস্তানের চাপ এব্যাপারে কিছুটা ভূমিকা রাখছে সম্ভবত|
শান্তিপ্রিয় দেশবাসী,শান্তিতে থাকার সময় বুঝি শেষ হতে যাচ্ছে!ঘুম ভাঙ্গবেনা চরমোনা,হেফাজতসহ জামায়াত বিরধী ইসলামী দলগুলোর|বিশ্বব্যাপী অনৈক্যের কারণে নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছে সেটা দেখেও বিদ্যার জোরে, বুঝের ভারে রক্ত দেখেও মুখ ফিরিয়ে জান্নাতে যেতে চাচ্ছেন|যান জান্নাতে!খড়ের গুদামে আগুণ লাগলে পার পাওয়া অসম্ভব প্রিয় দ্বীনী ভাই!আপনিও সেই গুদামের খড়,যদিও ভিন্ন কোয়ালিটি|বুঝবেন যখন থাকবেনা সময় হে আমার জাতি!বাম-রাম মতভেদ ভুলে এক হতে পারে খড়ের গুদামে আগুণ ধরাতে,পারিনা/পারেনা এক হতে খড়গুলো সব আগুণ প্রতিরোধে!এটি স্বভাব এ জাতির,ঐতিহাসিক সত্য|
"হে দ্বীনী ভাই/বোন যদি আপনি একমত হন উপরের বর্ণনার সাথে,সঙ্কিত হন,ব্যাথায় কাঁদে মন,দেরী নয়|এখুনি কপি/সেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিধীর মধ্যে|সেখানেও হোক কপি/সেয়ার হোক,পৌছে যাক ঘুমন্ত জাতির কর্তাদের কাছে,জেগে উঠুক জনতা,শুরু হোক প্রতিরোধ প্রস্তুতি,দাবি এটাই আপনার ঈমানের কাছে|"
বিষয়: রাজনীতি
১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন