হে ইসলাম পন্থী,নিজের সত্তায়/অস্তিত্তে কুড়াল চালাচ্ছ ! ! !
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০২ নভেম্বর, ২০১৩, ১০:২৫:৩০ রাত
হে ইসলামপন্থী ! ! ! একে অন্যকে ঝগড়াই ডুবিয়ে দিচ্ছেন কেন?
কে ভন্ড আর কে ভন্ড নয়,কে মুনাফিক আর কে মুনাফিক নয়,কে দালাল আর কে দালাল নয়,কে হকপন্থী আর কে হকপন্থী নয় এই নিয়ে ঝগড়া করে কতটা লাভ করেছেন?
পেরেছেন ভিন্ন মতের কাউকে আপনার মত মানাতে?
এই মহান দায়িত্ব পালনের জন্যই বুঝি ফেসবুক ব্যবহার করা?
এভাবে একজন অন্যজনকে মুনাফিক,ভন্ড ট্যাগ দিয়ে নিজেই মুনাফিক কিংবা ভন্ড হয়ে যাচ্ছেন নাতো?
ভুলে গেছেন রাসূলের হাদীস?
মতভেদ ছিল,আছে,থাকবে লিখে নিন হৃদয়ে.
নিজেরা কামড়া কামড়ি করে ইসলামের শত্রুদের সুযোগ করে দিবেননা প্লিজ.
আপনি কী জানেন না মুসলিম জাতিকে নিজেদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়ে ইসলামের শত্রুরা আমাদের মগজ খাবলে খাচ্ছে?
আপনি জানেন না এদেশের নাস্তিক-ইসলাম বিদ্বেষীরা আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা স্বল্প সংখ্যক মিলে আমাদের বহু সংখ্যককে শাসন করছে?
দেখুন,কে সঠিক পথে রয়েছে আর কে নেই সেটি আল্লাহ দেখবেন আমরা নই.
অনুরোধ হাজারো এভাবে বিতর্কে লিপ্ত হয়েন না.দিনকে দিন যাবে,বছরকে বছর যাবে কিন্তু সমস্যা সমস্যাই রবে!সেই সুযোগে শত্রুরা আসল উদ্দেশ্য অর্জন করে নিবে/নিচ্ছে.
ভাইরে,কেউ আপনার নেতার বিরুদ্ধে/আদর্শের বিরুদ্ধ কথা বলছে? আপনার রক্ত গরম হয়ে গিয়েছে? তর্ক করুন/করছেন লাভ কিছু পেয়েছেন? হ্যাঁ,পেয়েছেন.সেটা হলো বিভেদের বীজ বুনেছেন/বুনছেন.
নিজেদের মাঝে ঝগড়াকে উষকে দিতে মুখোশ পরে আগুনে তৈল ঢালার জন্য ওত পেতে রয়েছে যা আপনি আমি বুঝতেছিনা.
আসুন সকলে আউয়াজ তুলি,সকলে ঐক্যের ডাক দেই,সকলেই বিষয়টি নিয়ে লিখি দেখবেন সফলতা আসবে ইনশা আল্লাহ.
প্লিজ অবজ্ঞা করবেন না বিষয়টিকে!!!
ইচ্ছা হলে সেয়ার করতে পারেন!
বিষয়: বিবিধ
১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন