সাক্ষাৎ বিপদ থেকে..... Rose Rose Rose

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ৩১ অক্টোবর, ২০১৩, ১১:০৭:৩২ রাত

সেদিন আসরের নামায পড়ে আসতেছিলাম|খেয়াল তো আর আকাশ কিংবা গাছের দিকে থাকেনা!সেজন থাকে ভাবনার ভূবনে|ডানা মেলে ঘুরে ফেরে সেই ভূবনের একোণ থেকে সেকোণ|দুই চোখ,সেত বার্তা পাঠায় মন,তোমার ভাবনার বিষয় এটি কিংবা সেটি!

যাইহোক,আনমনে হাটতে ছিলাম মেসের উদ্দেশ্যে|গলি পথটায় কয়েকটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে|উপরের দিকে কিছু একটার শব্দে মনটা একটু কেঁপে উঠল|আর যায় কোথায়,কচি ডাব ডান হাতের কনুই ছুঁয়ে অঙ্গুলি স্পর্শ করে ভূপাতিত হল জমীনে!

আচ্ছা,আমার আল্লাহ এত্ত দয়ালু?এত্ত পাপ করছি তারপরেও!এরকম কত বিপদ থেকে বেঁচে গিয়েছি তাঁর দয়ায়... Rose Good Luck

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File