ফিরে এলাম দোয়া নিতে
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৩ অক্টোবর, ২০১৩, ০৩:৫০:৪৫ দুপুর
আস ছালামু আলাইকুম!!! কেমন রয়েছেন প্রিয় ব্লগার এবং ভিজিটর ভাই/বোনেরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো রয়েছেন.সকলের জন্য ঈদ পরবর্তী বাসী শুভেচ্ছা জানাচ্ছি. আসলে পড়া লেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তাই প্রিয় ব্লগে কয়েক দিন ধরে অনুপস্থিত ছিলাম ব্লগার হিসেব.তবে সময় পেলেই ঘুরে যেতাম.অবশ্য এক পরীক্ষার পর অন্য পরীক্ষার ডেইট পড়েগেছে তাই নিয়মিত হতে পারছিনা.তাছাড়া ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে মহাপরীক্ষা!
সকলের নিকট দোয়া প্রার্থী যেন পরীক্ষাগুলোতে কৃতকার্য হতে পারি,বিশেষ করে মহাপরীক্ষায়.
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন