আন্তর্জাতিক থেকে এই ছোট্ট দেশ:মিডিয়া যেখানে অনেক কিছু (চ ম ক 'মিডিয়ায়' জা মা য়া ত-শি বি র)
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১০ অক্টোবর, ২০১৩, ০৪:৪৫:০৬ বিকাল
আঞ্চলিক থেকে আন্তর্জাতিক পরিমন্ডলে মিডিয়ার গুরুত্ব অপরিসীম|পৃতিবীর নেতৃত্ব দান কারী শক্তি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যায় করছে এই মিডিয়ার পিছনে|সাদাকে কালো-কালোকে সাদা,বৈধকে অবৈধ-অবৈধকে বৈধ করতে তথ্য প্রযুক্তির যুগে মিডিয়াই প্রধান হাতিয়ার|
একটা উদাহরণ দেয়া যেতে পারে|ধরুন,আমরিকা,ব্রিটেন,ইসরাঈল মিলে সিদ্ধান্ত নিল ইরানকে গুড়িয়ে দেয়া হবে|কোন কারণ ছাড়াতো সেটা করা গ্রহণযোগ্য হবেনা|কিন্তু তারা ইরানে হামলা করার মত কোন ইস্যু খুজে পাচ্ছেনা|তারা প্লান নিল তাদের অনুগত আন্তর্জাতিক আনবিক সংস্থা ইরানের পারমানবিক স্থাপনাগুতো ভ্রমণ করবে এবং রিপোর্ট করবে ইরান পারমানবিক অস্ত্র তৈরী করে ফেলেছে|যুক্তি হিসেবে দেখাবে কয়েকটি পরমাণু স্থাপনা থেকে বোমা তৈরীর মত ইউরেনিয়াম সরিয়ে ফেলা হয়েছে|বিশ্বের মোড়ল গোয়েন্দা সংস্থাগুলো বলবে তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে ইরান পারমানবিক অস্ত্র তৈরী করে ফেলেছে|আমরিকা,ব্রিটেন,ফ্রান্স,ইসরাঈল ইরানে হামলার হুমকি দিতে থাকবে|এভাবে কেটে যাবে কয়েক মাস|চলবে যুদ্ধের গোপন প্রস্তুতি|
হঠাৎ একদিন মিডিয়া জৈনেক সামরিক কর্ম কর্তার বরাত দিয়ে একযোগে প্রচার করবে ইরান তার ওমুক প্রদেশের মরুভূমি অঞ্চলের এক গুহায় পারমানবিক বোমার সফল পরিক্ষা চালিয়েছে|তাদের কাছে তার যথার্ত প্রমাণ রয়েছে|ইরান এটিকে মিথ্যাচার বলে অস্বীকার করবে কিন্তু মিডিয়াগুলো এমন ফুলিয়ে ফাফিয়ে বর্ণনা করবে যার ফলে পৃথিবীর অধিকাংশ মানুষের বিশ্বাস জন্মাবে ইরান পরমানু বোমা সত্যিই তৈরী করে ফেলেছে|সাম্রাজ্যবাদী শক্তিগুলো হামলার গ্রহণযোগ্যতা পেয়ে তাদের মূল পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যত হবে|
এখানে মিডিয়াই মুখ্য হয়ে দাঁড়াবে|টুইন টাওয়ারে হামলার পরে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপনে মিডিয়াই প্রধান ভূমিকা পালন করেছিল|এখন সে ভূমিকা তারা পালন করে যাচ্ছে কৃতিত্বের সাথে|
এই হলো আন্তর্জাতিক মিডিয়ার ভূমিকা|আঞ্চলিক তথা আমাদের দেশের মিডিয়ার ভূমিকার কথায় আসা যাক|আমাদের মিডিয়া জগত পুরাটাই একমুখি ও সরকার নিয়ন্ত্রিত|দু একটা বিরধী মিডিয়া সাহসীকতার সাথে সঠিক নিউজ প্রচারের ফলে তাদের জনপ্রিয়তা যেমন দ্রুত বৃদ্ধি পায় তেমন দ্রুতই তাদেরকে মুখ থুবড়ে পড়তে হয়|যে পত্রিকার জন্য কাড়াকাড়ি পড়ে যেত,যে চ্যানেলে সংবাদ দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়ত তাদের পরিণতি নিশ্চয় প্রত্যক্ষ করেছেন|দু একটা এখনো রয়েছে কিন্তু তারা আপসেটে|
এই প্রচার যন্ত্র সরকার বিরধী বিশেষত জামায়াত শিবিরের বিরুদ্ধে সম্মিলিত ভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে|জামায়াত শিবির সম্পর্কিত নিউজ নাহলে মিডিয়া যেন অন্ধকার!তাই সেটি সত্য হোক আর মিথ্যা হোক|এই মিডিয়াগুলোর যেন ধর্ম হয়ে গেছে সবকিছুতে জামায়াত শিবির সংশ্লিষ্টতা আবিষ্কার করা|থাবা বাবা মারা গেল মিডিয়া আবিষ্কার করল শিবিরের সংশ্লিষ্ঠতার কাহিনী|পরবর্তীতে প্রমাণ হলো শিবির জড়িত নয়|চট্টগ্রামের লালখান মাদরাসায় বোমা বানাচ্ছিল শিবির:সূত্র মিডিয়া|গতরাতে ঢাকায় বিষ্ফোরণ হয়েছে,মিডিয়ায় ঘোষণা এসেছে শিবির জড়িত|কিছু একটা ঘটলেই শিবির|এছাড়াও পত্রিকাগুলো আযিব সব কাহিনী তৈরী করে তার পাঠকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে|গতকাল এবং গত কয়েকদিন পূর্বের কয়েকটি পত্রিকা খুলে দেখুন|মনে হয় জামায়াত শিবির নিয়ে নিউজ নাকরলে এদের পত্রিকা মানুষ পড়েনা,খবরগুলো মানুষ দেখেনা!
সামনের উত্তেজনাকর দিনগুলিতে মিডিয়ার নিকট থেকে জামায়াত শিবির সম্পর্কে অনেক চমক দেখতে পাবো বলে আশা করছি|কারণ,জামায়াত শিবিরকেই সরকার তার ক্ষমতায় টিকে থাকার প্রধান প্রতিবন্ধক মনে করছে|সুতরাং দেশবাসী চমক দেখার অপেক্ষায়|যে চমক হবে মিডিয়ায়,জামায়াত শিবির যে চমক দেখাবে রাজপথে..!
বিষয়: রাজনীতি
১৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন