সোনার বাংলাদেশ থেকে টুডে ব্লগ:পুরাতন ব্লগারদের ভিড়ে নতুনদের স্থান কতটুকু!
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৮ অক্টোবর, ২০১৩, ০৫:৫৪:৫৩ বিকাল
এক সময় সোনার বাংলাদেশ ব্লগ ছিল ইসলামপন্থী ব্লগার ভাই/বোনদের মিলন স্থল|দেশের জনপ্রিয় ব্লগের মধ্যে অন্যতম একটি ছিল এটি|আমার সৌভাগ্য হইনি সোনার বাংলাদেশ ব্লগে লেখার|তখন ব্লগ কী জিনিস বুঝতামই না|নাস্তিক ব্লগারদের ইসলাম বিদ্বেষ প্রকাশিত হওয়ার পর হেফাজতে ইসলামের আন্দোলন ব্লগ কি জিনিস জানতে আগ্রহী করে তোলে|মোটকথা ভার্চুয়াল জগতের তেমন কিছু তখন বুঝতাম না|
এক সময় ফেসবুকের মাধ্যমে টুডে ব্লগের সন্ধান পেয়ে যাই|শুরু হয় লেখা লেখি|প্রথমে দেখতাম একেকটি লেখা অনেক বার পড়া হত,অনেক কমেন্ট পড়ত কিন্ত এখন সেটা হয়না|বিশেষত আমাদের মত নবিন ব্লগারদের লেখা তেমন কেউ পড়তে চায়না কিংবা মন্তব্য ও করতে চায়না|হতে পারে আমাদের লেখার থেকে পুরাতন ব্লগারদের লেখার মান অনেক ভালো কিন্তু ওনারা তো আমাদেরকে অন্তত লেখার মান সংরক্ষণে পরামর্শ দিতে পারেন!
চেষ্টা করি যত সম্ভব অন্যের লেখা পড়তে এবং মন্তব্য করতে|কিন্তু আমাদের লেখাগুলো যদি জনপ্রিয় এবং পরিচিত ভাইয়েরা এড়িয়ে যান তাহলে কষ্টের শেষ থাকেনা|নতুন ব্লগারদেরকে পুরাতনগণ আশা করি অবহেলা করবেন না|এই নতুনদের থেকেই ভালো মানের লেখক তৈরী হতে পারে আপনাদের সহযোগিতায়|
বিষয়: বিবিধ
১৬৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন